মূদ্রাস্ফীতি এবং কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর চলমান হুমকি থাকা সত্ত্বেও ২০২১ সালে অস্ট্রেলিয়ার শেয়ার বাজার দুই অঙ্কের রিটার্ন দেখতে পেয়েছে। তবে এগুলোই সব নয়।
ব্যবসায়িক ও অর্থনৈতিক কার্যক্রমের দিক দিয়ে ২০২১ সাল ছিল অনেক ঘটনাবহুল। করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর এই দ্বিতীয় বছরটিতে ঘর-বাড়ির দাম এবং শেয়ার বাজারের রিটার্নের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়েছে।
সুদের হার অত্যন্ত কম হওয়া এবং সরকারের ব্যাপক সহায়তা কার্যক্রমের ফলে সম্পত্তির দাম অনেক বৃদ্ধি পেয়েছে।
চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈশ্বিক অর্থনীতি পুনরায় চালু হলে ব্যবসা এবং ফ্যাক্টরিগুলো কোভিড-বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেয়। ফলে মূদ্রাস্ফীতি দেখা দেয়, বলেন কে-২ অ্যাসেট ম্যানেজমেন্টর জর্জ বোওবোরাস।
এর ফলে অফিসিয়াল সুদের হার বাড়তে যাচ্ছে আর বৈশ্বিকভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলো অর্থনৈতিক প্রণোদনা প্রদান করা প্রত্যাহার করছে।
সেনেকা ফাইন্যান্সিয়াল সলুশন্স-এর লুক ল্যারেটিভ বলেন, ২০২১ সালে আঞ্চলিক রাজনীতির বিষয়টিও বড় ভূমিকা রেখেছে।
২০২২ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৫ শতাংশ বাড়বে বলে মনে করছে রিজার্ভ ব্যাংক।
ওয়েভস্টোন ক্যাপিটালের ক্যাথেরিন অলফ্রে বলেন, ব্যবসায়ী এবং ভোক্তারাই এর চালিকাশক্তি হবেন।
২০২১ সালে মার্জার ও অ্যাকোয়িজিশন, অর্থাৎ, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একত্রীকরণের প্রাবল্য দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কয়ার রেকর্ড পরিমাণ ৩৯ বিলিয়ন ডলার দিয়ে আফটার পে- এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এরপর তারা এর নতুন নাম রেখেছে ‘ব্লক’।
আর, রেকর্ড পরিমাণ ৩২.৬ বিলিয়ন ডলার নগদ অর্থে সিডনি এয়ারপোর্ট গ্রহণ করেছে সিডনি অ্যাভিয়েশন অ্যালায়েন্স কনসোর্টিয়াম।
বিএইচপি-ও তাদের পেট্রোলিয়াম সম্পদ ছেড়ে দিয়েছে উডসাইড-এর কাছে। কারণ, তারা এখন গ্রিন এনার্জির প্রতি নজর দিতে চায়। বাজারে এখন এ রকম প্রবণতা দেখা যাচ্ছে বলে মনে করেন বার্ম্যান ইনভেস্ট-এর জুলিয়া লি।
২০২২ সাল সম্পর্কে মার্কাস টুডে-এর হেনরি জেনিংস মনে করেন, বছরটি অনেক পরিবর্তনশীল হবে।
Follow SBS Bangla on FACEBOOK.
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।