কমবয়সীরা প্রযুক্তি ব্যবহারে অনেক পারদর্শী। তবে অনলাইনে তাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। নিত্য-নতুন প্রযুক্তির পাশাপাশি অনলাইন হ্যারাসমেন্ট ও সাইবার বুলিংয়ের অভিযোগও বাড়ছে। অনলাইনে নিরাপত্তা কীভাবে সুরক্ষিত করা যায়? সাইবার বুলিং থেকে বাঁচার উপায়ই বা কী? Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO) এর টিম লিডার ও প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট ড. আশফাকুর রহমান কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
আজকাল অনলাইনে শিশুদের নিরাপত্তা-বিধানের বিষয়টি গুরুত্ব লাভ করেছে। Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO) এর টিম লিডার ও প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট ড. আশফাকুর রহমান বলেন, অনলাইনে শিশুর নিরাপত্তা-বিধানে বাবা-মাকে সচেতন হতে হবে।
ড. আশফাকুর রহমানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.