যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজার টিকা দেওয়া শুরু হয়েছে তবে অস্ট্রেলিয়ায় আগামী বছরের আগে শিশুদের টিকাদানের সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ যাতে পর্যাপ্ত সময় নিয়ে এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে পারে, সেজন্যে প্রধানমন্ত্রী স্কট মরিসন আরও সময় নিতে চান।
অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য কোভিড-১৯ টিকা আগামী বছরের আগে উন্মুক্ত করার সম্ভাবনা কম। প্রধানমন্ত্রী শিশুদের টিকা দেওয়ার আগে আরও সময় নিতে চান।
মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা গত সপ্তাহে ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য টিকার অনুমোদন দিয়েছে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স শিশুদের টিকা দিতে অভিভাবকদেরকে অনুরোধ জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের শিশুরোগ বিশেষজ্ঞ লিয়া গ্যাগিনোকে বলতে দেখা যায়,
আপনারা অনেকে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত। আমি আপনাদের জানাতে চাই, সারা বিশ্বের বিজ্ঞানী ও ডাক্তারেরা একে শিশুদের জন্য নিরাপদ করে তৈরি করেছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের উপর এর পরীক্ষা করা হয়েছে, এবং এটি নিরাপদ। আপনার শিশুদের টিকা দেওয়া খুব জরুরি।
ভিক্টোরিয়ার শিক্ষামন্ত্রী জেমস মারলিনো স্কুলের বাচ্চাদের যত দ্রুত সম্ভব টিকা বিতরণের গুরুত্বারোপ করে বলেন, যুক্তরাষ্ট্রের মত এদেশেও যথাশিঘ্র টিকা বিতরণ করা দরকার। গতবারের মত টিকা সংকট আমরা দেখতে চাই না।
স্কুলশিক্ষা নির্বিঘ্ন করতে ভিক্টোরিয়া বিনামূল্যে ভাইরাস সনাক্ত করার র্যাপিড এন্টিজেন টেস্ট সরবরাহ করবে।
সংক্রমিত কারোর সংস্পর্শে আসলে সাত দিন আইসোলেশনে থেকে শিক্ষার্থীরা আবার স্কুলে ফিরতে পারবে। আগে এই সঙ্গ-নিরোধের সময়কাল ১৪ দিন ছিল। সংক্রমিত কারোর সংস্পর্শে আসা বা এক্সপোজারের ৮ থেকে ১৪ দিনের মধ্যে শিক্ষার্থীকে টেস্টের মধ্য দিয়ে যেতে হবে।
আইসোলেশনের ষষ্ঠ দিনে শিক্ষার্থীর পিসিআর টেস্ট নেগেটিভ হতে হবে আর স্কুলে ফেরার আগে শিক্ষার্থীর এন্টিজেন টেস্ট নেগেটিভ হতে হবে।
মিস্টার মারলিনো রাজ্যজুড়ে বিনামূল্যে এই কর্মসূচি পরিচালনার ঘোষণা দিয়েছেন। সামনের সপ্তাহের সোমবার ১৫ নভেম্বর থেকে রাজ্যের সব ধরণের স্কুলে র্যাপিড এন্টিজেন টেস্ট বিতরণ করা হবে।
এদিকে যারা ছয় মাস আগে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের জন্য বুস্টার শট বিতরণ শুরু হয়েছে। এটি করোনাভাইরাস টিকার ‘উদ্দীপক’ ডোজ, যা টিকাগ্রহীতাদের অতিরিক্ত সুরক্ষা দেয়।
ডেপুটি চিফ মেডিকেল অফিসার সোনিয়া বেনেট বুস্টার শট নেওয়ার আহবান জানিয়েছেন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
NSW
Victoria
Queensland
South Australia
ACT
Western Australia
Tasmania
Northern Territory
Follow SBS Bangla on FACEBOOK.