গত ২৩ এপ্রিল ২০২২, শনিবার সিডনির ব্যাংকসটাউনে গিয়েছিল এসবিএস। আসন্ন ফেডারাল নির্বাচন নিয়ে সেখানে প্রার্থীরা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ কথা বলেছেন তাদের নিজের ভাষায়। এই উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি ও বাংলাভাষী কমিউনিটির সবচেয়ে বড় বৈশাখী মেলার অন্যতম আয়োজক শেখ শামীমুল হক।
শেখ শামীমুল হক বলেন, ফেডারাল নির্বাচনে “সবকিছু ছাপিয়ে যে জিনিসটা সামনে চলে আসছে সেটি হচ্ছে, দুই দলের (লিবারাল ও লেবার) নেতা দু’জনের পারফরমেন্স এবং পরিণামে এই পারফরমেন্সটাই দুই দলের ওপরে প্রভাব ফেলবে।”
তিনি আরও বলেন, “ইনডিপেন্ডেন্টদের এত ছড়াছড়ি কিন্তু আগে কখনও দেখা যায় নি।”
শেখ শামীমুল হকের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।