আসন্ন ফেডারাল নির্বাচনের দিন সাদা ব্যালটে সিনেট সদস্য এবং সবুজ ব্যালটের মাধ্যমে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যদের নির্বাচন করা হবে।
- সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের জন্যে কোনও দল বা জোটের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে কমপক্ষে ৭৬টি আসনের প্রয়োজন পড়ে
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য বা মেম্বার অব পার্লামেন্ট হিসেবে পরিচিত হন
এই ফেডারাল নির্বাচনে প্রেফারেন্সিয়াল ভোটিং বা অগ্রাধিকারমূলক ভোটিং-এর ভিত্তিতে পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যদের নির্বাচন করা হবে। এটি ভোটের দিন অথবা ক্ষেত্রবিশেষে তার আগেও করা হতে পারে।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে যে রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি আসনে জেতে, তারাই সরকার গঠন করে থাকে।
প্রতি তিন বছরে একবার একটি পূর্ণাঙ্গ ফেডারাল নির্বাচনের মাধ্যমে অর্ধেক সিনেট সদস্য এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যদের নির্বাচিত করা হয়।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভস্কে প্রায়শই পিপল’স হাউজ বা হাউজ অব গভর্নমেন্টও বলা হয়ে থাকে।
অস্ট্রেলিয়ান নির্বাচন কমিশনের ইভান ইকিন-স্মিথ সঠিক পদ্ধতিতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস্-এ ভোট দেয়ার উপায় ব্যাখ্যা করেছেন।
তিনি বলেন, অস্ট্রেলিয়া জুড়ে সর্বমোট ১৫১টি ডিভিশান রয়েছে এবং তার প্রতিটির জন্যে একজন করে সদস্য নির্বাচন করা হবে।
প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের জন্যে একজন দলনেতা নির্বাচন করার জন্যে ভোট দেয়। আর যদি সেই দল নির্বাচনে জিতে সফলভাবে সরকার গঠন করতে পারে, তাহলে তাদের দলনেতাই হন প্রধানমন্ত্রী।
ডক্টর পিটার চেন সিডনি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিষয়ে পড়ান। তিনি বলেন, অতীতের নির্বাচন থেকে এটুকু বলা যায় যে ফেডারাল নির্বাচনে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর পক্ষে কোনও আসনে জেতা বেশ কঠিন হতে পারে।
প্রতিটি নির্বাচনী এলাকার সীমা নির্ধারিত হয় জনসংখ্যার উপরে ভিত্তি করে। তাই বলা যায় সকল নির্বাচনী এলাকায় প্রায় সমান সংখ্যক ভোটার থাকে।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের নির্বাচিত প্রতিনিধিরা ‘সংসদ সদস্য’ বা ‘মেম্বার অব পার্লামেন্ট’ হিসেবে পরিচিত হন।
সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের জন্যে কোনও দল বা জোটের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে কমপক্ষে ৭৬টি আসনের প্রয়োজন পড়ে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: আমাদের ওয়েবসাইট।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।