বিশ্বের কিছু দেশে, ধূমপানে আসক্তি কমাতে রাষ্ট্রীয়ভাবে ই- সিগারেট ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। যদিও এই ব্যাপারে এখনও কোন সিদ্ধান্তে আসেনি অস্ট্রেলিয় সরকার।ধূমপান প্রতিরোধে ধর্মীয় গুরুরা রাখতে পারেন কার্যকর ভূমিকা। এরিমধ্যে, মেলবোর্নের কিছু মসজিদে নেয়া পদক্ষেপ দৃষ্টান্ত গড়েছে। এক দশকেরও বেশী সময় ধরে, ধূমপান প্রতিরোধ এবং নিয়ন্ত্রনে করণীয় নানা বিষয়ে গবেষণা করে আসছেন ডক্টর আজিজ রহমান। এ বিষয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেন তিনি।
মেলবোর্নে বসবাসরত ডক্টর আজিজ রহমান একজন জনস্বাস্থ্য চিকিৎসক। বর্তমানে তিনি মেলবোর্নের লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন।