বাংলাদেশের সাহিত্য এবং চলচ্চিত্রে ভাষারীতি কেমন হওয়া উচিত, প্রমিত বা মান ভাষা নাকি আঞ্চলিক কথ্য রীতি -- এটা নিয়ে বেশ বিতর্ক আছে, সেই সাথে সমালোচনা আছে ভাষা বিকৃতিরও। কিন্তু এর পরেও অনেকেই কথ্য ভাষা ব্যবহার করছেন তাদের সাহিত্য, চলচ্চিত্র বা নাটকে। যারা লেখালেখির সাথে যুক্ত তারা এ নিয়ে কী ভাবছেন? এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মেলবোর্নে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, অনুবাদক এবং লেখিকা লুনা রুশদী। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শাহান আলম।
লুনা রুশদীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.