“সিডনি মার্ডি গ্রা প্যারেড ২০২২” উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বাংলাভাষী সমপ্রেমী কৌস্তভ ব্যানার্জি।
বাংলাভাষী সমপ্রেমী কৌস্তভ ব্যানার্জি বলেন, যারা সমকামী নন, তারাও সিডনির মার্ডি গ্রা প্যারেডে অংশগ্রহণ করেন। এটা অনেক বড় একটি বিষয়।
“এটা আমাকে খুব টাচ করে।”
ট্রান্স, সমকামী, সমপ্রেমী — এ জাতীয় শব্দগুলোর অর্থের পার্থক্য ব্যাখ্যা করেন তিনি।
“যেহেতু সমকামী কথাটার মধ্যে কামনা লুকিয়ে আছে এবং সবটাই তো কামনা নয়; একটা রিলেশন তো কামনার থেকে অনেক বেশি হয়; সেজন্য, আজকাল এটাকে সমপ্রেমী বলা হয়।”
নিজস্ব আইডেন্টিটি বা পরিচয় নিয়ে কি কখনও কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? এ রকম প্রশ্ন করা হলে তিনি বলেন,
“আপনি যখন সমপ্রেমী, আপনি তো গোটা সমাজ-ব্যবস্থার বিরুদ্ধে লড়ছেন।”
এ সম্পর্কে তিনি আরও বলেন,
“আমি এমন বহু লোককে জানি, যাদের পরিবার মেনে নেয় নি।”
“আমার এক বাংলাদেশী বন্ধু আছে। সে তার (সমপ্রেমী) হাসব্যান্ডের সাথে থাকে, সিডনিতে। কিন্তু, তার বাবা-মা যখন আসে, তাকে বন্ধু হিসেবে পরিচয় দিতে হয়: ‘আমার বন্ধু, আমার রুমমেট’। এটা যে কত বড় মানসিক যন্ত্রণা, কত বড় অপমান! এটা কিন্তু বলে বোঝানো খুব মুশকিল।”
“তার সঙ্গীর পক্ষেও যে, ‘আমি তার সঙ্গী, আমি তার হাসব্যান্ড, আমি তার লাইফ পার্টনার; কিন্তু, আমার পরিচয়টা সে দিতে পারছে না।’ এটা কিন্তু ভীষণ অপমানজনক।”
কৌস্তভ ব্যানার্জির সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।