দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েণ্ট দেখা গেছে। B.1.1.529 নামের নতুন এই প্রজাতিকে 'ওমিক্রন' নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রচলিত টিকা কি কাজ করবে তার উপর?
গুরুত্বপূর্ণ দিকগুলি
- দক্ষিণ আফ্রিকায় আবির্ভূত B.1.1.529 নামের নতুন এই প্রজাতিকে ওমিক্রন নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া সহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের ৯ টি দেশে সকল ফ্লাইট বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
- ইউরোপে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ।
সাউথ আফ্রিকার নতুন করোনাভাইরাস প্রজাতিকে নিয়ে গোটা বিশ্বে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বের দেশে দেশে নতুন এই প্রজাতিটির বিস্তার ঠেকাতে তোরজোড় শুরু হয়েছে। আফ্রিকার কয়েকটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া, ইউরোপ, ভারত, জাপান, ইজরায়েল ও যুক্তরাজ্য।
দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা করোনাভাইরাসের নতুন প্রজাতিটির খুঁটিনাটি বোঝার চেষ্টা করছেন।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জোসেফ ফাহ্লা বলেন, শুরুতে রোগের প্রাদুর্ভাব কিছু বিশ্ববিদ্যালয়ে এলাকায় দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা জিনোমিক সারভেইলেন্স করে তাকে নতুন প্রজাতির প্রাদুর্ভাব বলে জানান দেন।
জাতিসঙ্ঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওমিক্রন প্রজাতিকে ‘উদ্বেগজনক’ হিসাবে আখ্যায়িত করেছে। নভেম্বরের ৯ তারিখ ভাইরাসটি প্রথম সনাক্ত হয়েছিল। তার সংক্রমণ হংকং, ইজরায়েল এবং বেলিজিয়ামেও ছড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মারিয়া ভ্যান কেরখোভে বলেন, তারা এখনো নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত অনুযায়ী বলা যায়, এটি খুবই ছোঁয়াচে, এবং মানুষকে নতুন করে সংক্রমিত করতে সক্ষম।
কিন্তু নতুন এই প্রজাতিটির এত মিউটেশন (জিনগত পরিবর্তন) ঘটেছে যে প্রচলিত ভ্যাক্সিন এই নতুন প্রজাতির ক্ষেত্রে কাজ করবে কিনা সেটাই ভাববার বিষয়; কেননা বিদ্যমান ভ্যাক্সিন ভাইরাসের মূল ধারাকে প্রতিরোধ করতে তৈরি করা হয়েছিল।
এদিকে আফ্রিকায় কর্মরত টিকা না পাওয়া স্বাস্থ্যকর্মীদের নিয়ে আশংকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আঞ্চলিক পরিচালক মাতশিডিসো মোয়েতি জানান, আফ্রিকার ২৫টি দেশের মাত্র এক চতুর্থাংশ স্বাস্থ্যকর্মী পুরো ডোজ টিকা পেয়েছেন।
আফ্রিকার অনেক দেশে ভ্যাক্সিন পৌঁছানোর আয়োজন জোরেশোরে চলছে, কিন্তু অন্যদিকে টিকাদানের আনুষাঙ্গিক আয়োজন পর্যাপ্ত নয়। নামিবিয়ার ২ লক্ষ ৬৮ হাজার ডোজ এস্ট্রাজেনেকা এবং ফাইজার টিকা নষ্ট হতে চলেছে বলে জানিয়েছেন ডক্টর মোয়েতি।
এদিকে যুক্তরাজ্যে প্রিন্স উইলিয়াম কোভিড-১৯ মোকাবেলার জন্য স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন। যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইমারজেন্সি সার্ভিস মেন্টাল হেলথ সিম্পোজিয়ামে জরুরী সেবাদানকারীর কর্তাব্যক্তিরা জড়ো হয়েছিলেন। সেখানে তিনি এ্যাম্বুলেন্স, পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ সকল জরুরী সেবাদানকারীদের অগ্রগণ্য ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সম্মেলনে জরুরী সেবাদানকারীদের মানসিক স্বাস্থ্য প্রদানের অভিন্ন মানদণ্ড গৃহীত হয়। জনসেবায় যারা অগ্রগামী ভূমিকা পালন করছেন তাদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ১০ মিলিয়নেরও অধিক মানুষ আক্রান্ত হয়েছেন।
ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। পাশ্চাত্যের দেশগুলো সংক্রমণের নতুন ঢেউ সামলাতে সংগ্রাম করছে। হাঙ্গেরিতে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। ফ্রান্স প্রাপ্তবয়স্কদের বুস্টার শট প্রদান করতে চলেছে। দেশটিতে মাস্ক পরা সহ কঠিন স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে।
নেদারল্যান্ডে মহামারীর সংক্রমণ অবস্থা খুবই ভয়াবহ। হাসপাতালগুলোতে ইন্টেনসিভ বেড তৈরি রাখতে কেমোথেরাপি এবং অঙ্গ প্রতিস্থাপন বন্ধ রাখা হয়েছে। গতকাল পর্যন্ত দেশটিতে ২১ হাজার ২৭৮ জন নতুন সংক্রমিত হয়েছেন, মারা গেছেন ৫১ জন।
গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার আহবান করেছিলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন। শেষ খবর অনুযায়ী শুধু ইউরোপ নয়, যুক্ত্ররাষ্ট্রও আফ্রিকার দক্ষিনাঞ্চলের দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারী করেছে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী নিয়ে বর্তমানে যেসব স্বাস্থ্য-সেবা ও সহায়তা পাওয়া যায়, সে-সব সম্পর্কে আপনার ভাষায় জানতে ভিজিট করুন sbs.com.au/coronavirus