ক্রিকেটার শেন ওয়ার্নের জন্য বুধবার পাবলিক মেমোরিয়াল অনুষ্ঠিত হচ্ছে এমন জায়গায় যেখানে তিনি তাঁর বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার গড়ে তুলেছিলেন আর ভক্ত এবং বিপক্ষ দলকে তাঁর স্পিনের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছিলেন।
গুরুত্বপূর্ণ দিকগুলো
- 'স্পিনের রাজা' হিসাবে পরিচিত, ওয়ার্নকে সেরা খেলোয়াড়দের মধ্যে বিবেচনা করা হয়
- ওয়ার্নের সম্মানে গ্রেট সাদার্ন স্ট্যান্ডের নামকরণ করা হবে
- ওয়ার্নের পরিবার তার স্মরণে দ্য ফ্লোরি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড মেন্টাল হেলথকে দান করতে অনুরোধ করেছে
কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনারকে যারা শ্রদ্ধা জানাচ্ছেন তাদের মধ্যে এসবিএস সাংবাদিকরাও থাকবেন। তাঁরা তাকে একজন সৌম্য সেলিব্রিটি হিসেবে স্মরণ করেন যিনি খেলাটিকে চিরতরে বদলে দিয়েছিলেন।
কয়েক মিলিয়ন আন্তর্জাতিক টেলিভিশন দর্শক বুধবার শেন ওয়ার্নের জন্য যে স্মারক উন্মোচনি নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে তা দেখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রুপের এই ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে গত ৪ মার্চ এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের আকস্মিক মৃত্যুতে।
'স্পিনের রাজা' হিসাবে পরিচিত, ওয়ার্নকে সেরা খেলোয়াড়দের মধ্যে বিবেচনা করা হয় এবং ভক্তদের কাছে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেরা ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়।
এসবিএস সাংবাদিকরা যারা ওয়ার্নের সাথে দেখা করেছিলেন তারা পিচের উপর তার প্রভাব এবং উপস্থিতি মনে রেখেছেন।
এসবিএস মালায়লামের নির্বাহী প্রযোজক ডিজু শিবাদাস ২০২০ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে মিডিয়া এক্রিডিটেশনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।
সেসময় ওয়ার্নের সাথে তাঁর দেখা হওয়ার কথা স্মরণ করে বলেন, তিনি একজন সুপরিচিত খেলোয়াড় হয়েও সাধারণ মানুষের মতোই কার্ডের জন্য অফিসিয়ালদের কাছে নিজের পরিচয় দেন যা ভারতে ভাবাই যায় না।
এসবিএস নেপালি সাংবাদিক সমীর ঘিমিরে অস্ট্রেলিয়ায় ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় ওয়ার্নের উপস্থিতির কথা স্মরণ করেন।
তিনি বলেন, ওয়ার্নের ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় ছিল যে আমি তখন অবাক হয়ে দেখছিলাম ভক্ত-দর্শকরা তাঁর সাহচর্য কতটা পছন্দ করছিলো।
ওয়ার্নের সম্মানে গ্রেট সাদার্ন স্ট্যান্ডের নামকরণ করা হবে। এই ভেন্যুর স্মরণসভায় ৪০,০০০-এরও বেশি লোকের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে।
এসবিএস গুজরাটি প্রযোজক বাতসাল প্যাটেল টিভিতে ওয়ার্নকে দেখে বড় হয়েছেন এবং একদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলারও স্বপ্ন দেখেছেন।
২০১৮ সালে প্যাটেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রাজস্থান রয়্যালসের মিডিয়া দলের হয়ে কাজ করেছিলেন।
সেসময়ে ওয়ার্ন অস্ট্রেলিয়ায় ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু রয়্যালসের একজন পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছিলেন।
প্যাটেল জয়পুর থেকে ব্যাঙ্গালোরের একটি দলীয় ফ্লাইটের কথা স্মরণ করেন, ওই ফ্লাইটে তিনি ওয়ার্নের বিপরীত দিকে বসেছিলেন। সেসময় তিনি কাগজ-কলমের জন্য একটি ছোট্ট অনুরোধ করেছিলেন। আসলে তখন তিনি কীভাবে বিপক্ষ দলকে হারাবেন তাঁর ছক কষছিলেন।
প্যাটেল বলছিলেন যে প্লেনে ওয়ার্নের কৌশল দেখে রয়্যালসরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে অপ্রত্যাশিত জয় তুলে নিয়েছিল।
এসবিএস হিন্দির নাতাশা কাউল বলেন যে ওয়ার্ন ২০১৫ সালে তাঁর ছেলের ক্ষুদ্র ব্যাটে অটোগ্রাফ দিয়ে তাঁর স্বপ্ন পূরণ করেছিলেন।
পাবলিক মেমোরিয়ালের এই অনুষ্ঠানের অতিথি তালিকায় প্রধানমন্ত্রী স্কট মরিসন, ভিক্টোরিয়ান প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের পাশাপাশি এ-লিস্টের সেলিব্রিটি, ক্রীড়া তারকা এবং রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে।
গায়ক এলটন জন, এড শিরান এবং ক্রিস মার্টিনও স্মরণসভায় অবদান রাখবেন।
ভক্তদের ফুল দেয়ার পরিবর্তে ওয়ার্নের পরিবার দ্য ফ্লোরি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড মেন্টাল হেলথকে দান করতে অনুরোধ করেছে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।