বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মমতাজ বেগম বাংলাদেশি কমিউনিটি এডভান্সমেন্ট মেলবোর্ন,বিকেম এবং বঙ্গবন্ধু পরিষদ, সিডনির আমন্ত্রণে এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন। সংগীত ছাড়াও তিনি রাজনীতির সাথে যুক্ত এবং বাংলাদেশের জাতীয় সংসদের মানিকগঞ্জ-২ আসনের একজন এমপি।
সংগীত শিল্পী মমতাজ বেগম এর আগে বেশ কয়েকবার অস্ট্রেলিয়ায় আসলেও মেলবোর্নে এবারই প্রথম কোন কনসার্টে অংশ নেন।
মমতাজ বেগমের বাবা মধু বয়াতি একজন লোকসংগীত শিল্পী ছিলেন, তাঁর কাছেই পাঁচ বছর বয়সেই সংগীতে হাতেখড়ি হয়।
বাংলাদেশের মানুষের কাছে লোক সংগীতের সম্রাজ্ঞী হিসেবে পরিচিতি পাওয়া মমতাজ প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের 'মাটির ময়না' ছবিতে গান গেয়ে ব্যাপক পরিচিতি পান।
তারেক মাসুদের সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "তারেক মাসুদ সাহেব মাটির মানুষদের নিয়ে কাজ করতেন। উনি বাউল, পালা, জারিসারি এধরণের গান শুনতেন, লিখতেন, গাইতেন। আমি যখন আমার বাবার বয়াতি গানের ধারা ধরেই যখন পালাগান করি, তখন তিনি পালাগানের শিল্পী হিসেবেই আমাকে চিনতেন।"
"তিনি ও তাঁর সহধর্মিনী ক্যাথেরিন মাসুদ এধরণের পালাগানের অনুষ্ঠানে যেতেন, এভাবেই তাঁর সাথে যোগাযোগ তৈরী হয়, তিনি তখন তাঁর 'মাটির ময়না' সিনেমায় আমাকে পালাগান গাওয়ার সুযোগ তৈরী করে দেন, একটি গান ছিল 'যদি বেহেস্তে যাইতে চাও গো, অন্তরে রাখিও আল্লাহর ডর', এছাড়া আরেকটি গান ছিল 'পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়'-দুটি গানই আমার গাওয়া।"
মিজ মমতাজ বেগম সংগীতের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং রাজনীতির সাথে যুক্ত। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের একজন এমপি।
রাজনীতিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে আসার আগে থেকেই আমি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলাম, এমপি হওয়ার আগেই আমি দুটি চক্ষু হাসপাতাল নির্মাণ করি, 'মমতাজ চক্ষু হাসপাতাল' এবং 'মমতাজ শিশু এবং চক্ষু হাসপাতাল' নামে। এছাড়াও অন্যান্য চ্যারিটি কাজে যুক্ত ছিলাম, এগুলো দেখেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য পদে সংরক্ষিত আসনে মনোনয়ন দেন।
নিজ এলাকা মানিকগঞ্জের উন্নয়ন নিয়ে সন্তুষ্ট ছিলেন না মিজ মমতাজ বেগম।
"আমার এলাকা মানিকগঞ্জ ঢাকার খুব কাছে থাকলেও আমরা 'বাতির নিচে অন্ধকারের' মতই অবহেলিত ছিলাম", বলেন মিজ মমতাজ বেগম।
"আমি নিজেও দেখলাম শুধু সংগীতের আয় দিয়ে তো আর মানুষের জন্য অনেক কিছু করা যায় না, তাই সরকারের সাথে যদি আমি যুক্ত থাকি তাহলে ওই কাজগুলো আমার জন্য সহজ হয়।"
মমতাজ বেগম এরপর আরো দুবার মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন এবং বর্তমানে একই আসনের এমপি।
একজন জনপ্রিয় ও সুপরিচিত শিল্পী হয়েও রাজনীতি করতে গিয়ে নারী হিসেবে কী কখনো কোন চ্যালেঞ্জ বা চাপ অনুভব করেন কিনা এমন প্রশ্নের জবাবে মমতাজ বলেন, পুরুষশাসিত সমাজে শুধু রাজনীতি নয় সব জায়গাতেই কাজ করার চ্যালেঞ্জ আছে, এমনকি গান করতে গিয়েও নানা রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।
পুরো সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।