সেক্সটিং স্ক্যান্ডালের কারণে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক টিম পেইন। ২০১৭ সালে এই ঘটনায় তাকে দোষ-মুক্ত পেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টেগ্রিটি ইউনিট। তবে, পেইন বলেছেন, তিনি এখন জানতে পেরেছেন যে, মেসেজগুলো একটি মিডিয়া আউটলেটে ফাঁস হতে যাচ্ছে।
সেক্সটিং স্ক্যান্ডাল বা যৌন কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন পুরুষদের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক টিম পেইন।
তিনি বলেন, মেসেজ আদান-প্রদানের বিষয়টি ইতোপূর্বে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টেগ্রিটি ইউনিট তদন্ত করেছিল এবং তাকে কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের দায় থেকে মুক্ত করেছিল।
টিম পেইন আরও বলেন, ২০১৭ সালে তার একজন সহকর্মীর সঙ্গে আদান-প্রদান-কৃত একটি টেক্সট মেসেজ জনসমক্ষে প্রকাশ করা হতে যাচ্ছে। এ বিষয়টি জানার পর তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ অনুষ্ঠিত হবে। আর, এ সময়েই পদত্যাগ করলেন টিম পেইন।
তিনি বলেন, এই স্ক্যান্ডালের কোনো কুপ্রভাব অ্যাশেজ সিরিজে পড়ুক, এটা তিনি চান না।
এই উইকেট-কিপার ব্যাটসম্যান বলেন, তিনি খেলা চালিয়ে যেতে চান। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে, এই গ্রীষ্মে টেস্ট দলে বাছাইয়ের জন্য তাকে বিবেচনায় রাখা হবে।
প্রথম অ্যাশেজ টেস্ট শুরু হবে ব্রিসবেনে, আগামী ৮ ডিসেম্বর, বুধবার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, পেইনের পদত্যাগ গ্রহণ করেছে বোর্ড। এখন তারা নতুন অধিনায়ক খুঁজে বের করবে ও নিয়োগ দিবে।
এটা এখন নিশ্চিত যে, যদিও তদন্ত করে পেইনকে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরও, তার ভাষা ও আচরণ ক্ষমা করে নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট টাসম্যানিয়ার একটি বিবৃতিতে এর চেয়ারম্যান অ্যান্ড্রু গ্যাগিন বলেন, ২০১৭ সালের নভেম্বরে যখন এ ঘটনা ঘটে তখন এ নিয়ে কোনো অভিযোগ উত্থাপিত হয় নি এবং প্রতিষ্ঠানটির সঙ্গে সেই কর্মীর সম্পর্ক যখন শেষ হয়, তখনও অভিযোগ উত্থাপিত হয় নি।
এই ঘটনার মাধ্যমে এখন কর্মক্ষেত্রে সম্পর্কগুলোর বিপন্নতা ফুটে উঠেছে।
সাইকোলজিস্ট ড. গ্লেন হোস্কিং বলেন, কর্মক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, এগুলো একটি সময়ে দু’টি ভিন্ন রকম সম্পর্ক চালিয়ে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট।
সাউথ আফ্রিকায় বল-টেম্পারিং স্ক্যান্ডালের পর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে সাসপেন্ড বা সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপর, অস্ট্রেলিয়ার ৪৬তম অধিনায়ক হন টিম পেইন।
অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট দলের বর্তমান সহ-অধিনায়ক, পেসার প্যাট কামিন্স অধিনায়কের দায়িত্ব পাবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.