কোভিড -১৯ আপডেট: ৫ জানুয়ারি, ২০২২
- এনএসডব্লিউ প্রিমিয়ার ডমিনিক পেরোটে স্বীকার করেছেন যে করোনাভাইরাসকে কেন্দ্র করে এনএসডব্লিউ স্বাস্থ্য ব্যবস্থায় "যথেষ্ট চাপ" বাড়ছে। স্টেটে ৩৫,০৫৪টি নতুন কেস এবং আটজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
- এনএসডব্লিউতে, হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা মঙ্গলবারের ১,৩৪৪ থেকে বেড়ে ১,৪৯১-তে দাঁড়িয়েছে। বর্তমানে ১১৯ জন আইসিইউতে ভাইরাসের জন্য চিকিত্সা নিচ্ছে।
- পেরোটে বুস্টার শটের জন্য যোগ্যদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলেছেন। স্টেটে এখন ২.৫ মিলিয়ন লোক বুস্টার শট নিতে পারবে।
- এনএসডব্লিউ প্রিমিয়ার বলেছেন যে তারা স্কুল টার্মের প্রথম দিনেই বাচ্চাদের ক্লাসরুমে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। পেরোটে বলেছেন যে স্কুলে ফিরে আসার সময় রেপিড অ্যান্টিজেন টেস্ট (RATs) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- প্রধানমন্ত্রীর পরবর্তী ন্যাশনাল ক্যাবিনেটের বৈঠকে এক পরিকল্পনার অধীনে নিম্ন আয়ের লোকেদের জন্য রেপিড অ্যান্টিজেন টেস্ট-এর জন্য ভর্তুকি দেওয়া হবে।
- এদিকে অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া বৃহত্তর মেলবোর্ন জুড়ে তাদের পরিষেবাগুলির জন্য এতো ডাক পেয়েছে যে তারা তাদের সার্ভিসের জন্য "কোড রেড" ঘোষণা করতে বাধ্য হয়।
- ভিক্টোরিয়াতে বুধবার হাসপাতালগুলোতে ৫৯১ জন লোক কোভিড-১৯-এর চিকিৎসা নিচ্ছে।
এক নজরে বিভিন্ন স্টেটে গত ২৪ ঘন্টায় নতুন কোভিড-১৯ কেস সনাক্ত সংখ্যা
- নিউ সাউথ ওয়েলসে ৩৫,০৫৪ জন সনাক্ত এবং ৮ জনের মৃত্যু।
- ভিক্টোরিয়ায় ১৭,৬৩৬টি এবং ১১ জনের মৃত্যু।
- কুইন্সল্যান্ড ৬,৭৮১টি।
- সাউথ অস্ট্রেলিয়ায় ৩,৪৯৩টি।
- এসিটিতে ৮১০টি।
- টাসম্যানিয়ায় ৮৬৭টি।
বিশ্বের অন্যান্য স্থানে
- দক্ষিণ আফ্রিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ার অ্যাঞ্জেলিক কোয়েটজি বলেছেন ওমিক্রন কম গুরুতর, নিবিড় পরিচর্যায় (আইসিইউ) নতুন স্ট্রেনে অসুস্থ লোকের সংখ্যা গত বছর ডেল্টা আক্রান্তদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
- মার্কিন যুক্তরাষ্ট্র একদিনে এক মিলিয়ন (দশ লক্ষ)কোভিড-১৯ কেস রেকর্ড করেছে, যা একটি নতুন বিশ্ব রেকর্ড।
- এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্সে দৈনিক সনাক্ত সংখ্যা দুই লাখের উপরে রয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
আপনার স্টেট কিংবা টেরিটোরিতে আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সে সম্পর্কে জানতে দেখুন:
আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তথ্য
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
NSW
Victoria
Queensland
South Australia
ACT
Western Australia
Tasmania
Northern Territory
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।