কোভিড - ১৯ আপডেট, ৬ জানুয়ারি, ২০২২
ন্যাশনাল ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যারা রেপিড টেস্টে পজেটিভ হবে তাদের জন্য পিসিআর টেস্টের প্রয়োজন নেই, এতে সিস্টেমের উপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে। তবে রেপিড টেস্টের সরঞ্জামের সরবরাহ এখনো অনেক কম।
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘন্টায় ৩৪,৯৯৪টি কোভিড - ১৯ কেস এবং আরও ছয়জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে।
১১১,২৩১টি পরীক্ষা থেকে এই কেস নির্ণয় করা হয়েছে। তবে সংক্রমণ আগের দিনের সংখ্যা ৩৫,০৫৪ থেকে ৬০টি কমেছে।
নিউ সাউথ ওয়েলস হেলথ প্রকাশ করেছে যে ২০-এর কোঠায় একজন সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তি কোভিড -১৯-এ সনাক্ত হয়ে হাসপাতালে মারা গেছেন, তার অন্য কোন শারীরিক অসুস্থতা ছিল না।
বর্তমানে নিউ সাউথ ওয়েলসের হাসপাতালে ১,৬০৯ জন ভাইরাসে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন, আগের দিন এই সংখ্যা ১,৪৯১ জন ছিল।
নিবিড় পরিচর্যার (আইসিইউ) রোগীর সংখ্যাও রাতারাতি ১২ থেকে বেড়ে হয়েছে ১৩১ জন।
১৬ বছরের বেশি বয়সী নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের ৯৫ শতাংশ তাদের প্রথম ডোজ ভ্যাকসিন পেয়েছে এবং ৯৩.৬ শতাংশ তাদের দ্বিতীয় ডোজ পেয়েছে।
১২ থেকে ১৫ বছর বয়সী ৮১.৪ শতাংশ তাদের প্রথম ডোজ পেয়েছে এবং ৭৮ শতাংশ তাদের দ্বিতীয় ডোজ পেয়েছে।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া ২১,৯৯৭টি নতুন কোভিড - ১৯ কেস এবং ছয়টি মৃত্যুর রেকর্ড করেছে।
হাসপাতালে ভর্তির সংখ্যা ৪০ থেকে বেড়ে ৬৩১ হয়েছে, ৫১ জন নিবিড় পরিচর্যায় এবং ২২ জন ভেন্টিলেটরে রয়েছে - যা গতকাল থেকে দুইজন বেশি।
৬৫,০০০ পরীক্ষার মধ্যে এক-তৃতীয়াংশ ফলাফল পজেটিভ।
গতকালের কেস সংখ্যা থেকে নতুন সনাক্ত কেস ৪,৩৬১টি বেশি।
৩৫টি সরকার-চালিত পিসিআর পরীক্ষার সাইট আজ সকাল ৯টার মধ্যে ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেলে সেগুলো বন্ধ করতে হয়েছিল।
আজ মধ্যরাত থেকে ভিক্টোরিয়াতে কোন স্থানে লোকজনের উপস্থিতির ঘনত্বের সীমার নিয়মটি পুনরায় চালু করা হবে এবং যারা রেপিড অ্যান্টিজেন টেস্টে পজেটিভ হবে তাদেরকে স্বাস্থ্য বিভাগে রিপোর্ট করা বাধ্যতামূলক।
টাসম্যানিয়া
স্টেট ২,৯৫৮টি পরীক্ষা থেকে ৭৫১টি নতুন কোভিড - ১৯ কেস রেকর্ড করেছে। তবে এটি গতকালের চেয়ে ১১৬টি কম।
স্টেটের পাবলিক হেলথ ডিরেক্টর মার্ক ভিচ বলেছেন কেস সংখ্যা দ্বিগুণ হতে পারে।
ভাইরাস পরীক্ষা
অস্ট্রেলিয়ার কোভিড - ১৯ পরীক্ষার ব্যবস্থার পরিবর্তনগুলির সমালোচনা করেছে চিকিৎসা বিশেষজ্ঞরা, তারা সতর্ক করে দিচ্ছেন যে এতে ভাইরাসটির উপর নিয়ন্ত্রণ কমে যেতে পারে।
ন্যাশনাল ক্যাবিনেটের বৈঠকে একটি অন্যতম পরিবর্তন হলো যারা রেপিড অ্যান্টিজেন টেস্টে পজেটিভ হবে তাদের জন্য পিসিআর টেস্টের প্রয়োজন নেই।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের একজন এপিডেমিওলজিস্ট টনি ব্লেকেলি সতর্ক করে বলেছেন যে এই পরিবর্তনের ফলে কোভিড-১৯ কেসের প্রকৃত সংখ্যা প্রতিদিনের প্রতিবেদনে সঠিকভাবে নথিভুক্ত না হলে নজরদারি হ্রাস পাবে।
কোভিড - ১৯ পরিসংখ্যান, ৬ জানুয়ারি, ২০২২:
- নিউ সাউথ ওয়েলসে ৩৪,৯৯৪টি নতুন কোভিড - ১৯ কেস এবং ছয়জনের মৃত্যু।
- ভিক্টোরিয়ায় ২১,৯৯৭টি নতুন সংক্রমণ এবং ছয়জনের মৃত্যু।
- কুইন্সল্যান্ডে ১০,৩৩২টি নতুন কেস এবং একজনের মৃত্যু। কুইন্সল্যান্ডের হাসপাতালে ২৮৪ জন চিকিৎসা নিচ্ছে। আইসিইউতে আছে ১২ জন।
- এসিটিতে ৯৯২টি, সাউথ অস্ট্রেলিয়ায় ৩,০৭০টি এবং টাসম্যানিয়ায় ৭৫১টি নতুন সংক্রমণ।
বিশ্বের অন্যান্য স্থানে
- হংকংয়ে পঞ্চম করোনভাইরাস ঢেউয়ের সতর্কতার পরে, শহরটি অস্ট্রেলিয়াসহ আটটি দেশ থেকে আগত ফ্লাইটগুলিতে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। হংকংয়ের নেতা ক্যারি লাম বলেছেন, ৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি দেশ থেকে ইনকামিং ফ্লাইট নিষিদ্ধ করা হবে।
- ইংল্যান্ড ঘোষণা করেছে যে ১৮ বছরের কম বয়সীসহ সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের ৭ জানুয়ারী ভোর ৪টা থেকে নেগেটিভ পিসিআর পরীক্ষা ছাড়াই সেদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
আপনার স্টেট কিংবা টেরিটোরিতে আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সে সম্পর্কে জানতে দেখুন:
আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তথ্য
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
NSW
Victoria
Queensland
South Australia
ACT
Western Australia
Tasmania
Northern Territory
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।