কোভিড-১৯ আপডেট: ৭ জানুয়ারি, ২০২২
- নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘন্টায় ৩৮,৬২৫টি সংক্রমণের রিপোর্ট, জরুরী নয় এমন ইলেকটিভ সার্জারি ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হবে।
- নিউ সাউথ ওয়েলসের বাসিন্দারা যারা রেপিড অ্যান্টিজেন টেস্টে পজেটিভ হয়েছে তাদের রেজাল্ট স্বাস্থ্য বিভাগে রিপোর্ট করতে হবে এবং এটিকে পজেটিভ পিসিআর টেস্টের মতোই গণনা করা হবে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটেও এটি ঘোষণা করেছেন।
- নিউ সাউথ ওয়েলসে আতিথেয়তা স্থানগুলিতে (হসপিটালিটি ভেন্যু) গান গাওয়া এবং নাচের উপর নতুন বিধিনিষেধ কার্যকর হবে এবং ২৭ জানুয়ারী পর্যন্ত বলবৎ থাকবে।
- মিঃ পেরোটে আজ একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে, যেখানে টিকা বাধ্যতামূলক, সেখানে তাদের বুস্টার ডোজও অন্তর্ভুক্ত করতে হবে।
- নিউ সাউথ ওয়েলসের হেলথ জানিয়েছে, স্টেটে কোভিড-১৯-এ সনাক্ত রেকর্ড সংখ্যক ১,৭৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ১৩৪ জন লোক রয়েছে।
- ভিক্টোরিয়ায় হাসপাতালে ভর্তির সংখ্যা আবার বেড়ে হয়েছে ৬৪৪ জন। নিবিড় পরিচর্যায় ৫৮ জন এবং ভেন্টিলেটরে ২৪ জন রয়েছে।
- প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ানদের ওমিক্রন কেস সংখ্যা বাড়ার প্রেক্ষিতে ফেডারেল পান্ডেমিক লিভ ডিজাস্টার পেমেন্টের জন্য তাদের যোগ্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন। কোন ব্যক্তিকে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে থাকতে বলা হলে তাকে প্রতি সাত দিনের জন্য অর্থ দেয়া হতে পারে ৭৫০ ডলার।
- কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আনাস্তাসিয়া প্যালাসেই সতর্ক করে দিয়ে বলেছেন যে কুইন্সল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য প্রথম টার্ম শুরু হতে দুই সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে যদি ওমিক্রনের প্রাদুর্ভাব আরও খারাপ হয়।
- নর্দার্ন টেরিটরিতে টিকা না দেওয়া বাসিন্দাদের এখন কঠোর লকআউট বিধিনিষেধ মেনে চলতে হবে। ১৬ বছরের বেশি বয়সী যারা টিকা দেয়নি তারা শুধুমাত্র তিনটি কারণে তাদের বাড়ি ছেড়ে যেতে পারে এবং তারা তাদের বাড়ি থেকে ৩০ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করতে পারবে না।
- ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) ওমিক্রন ভ্যারিয়েন্টকে হালকাভাবে না নিতে সতর্ক করে দিয়ে বলেছে যে এতে সারা বিশ্বে অনেক মানুষ মারা যাচ্ছে।
কোভিড-১৯ পরিসংখ্যান:
- নিউ সাউথ ওয়েলসে ৩৮,৬২৫টি নতুন কোভিড-১৯ কেস এবং ১১ জন মৃত্যুর রেকর্ড করা হয়েছে।
- ভিক্টোরিয়া ২১,৭২৮টি নতুন সংক্রমণ এবং ছয়জনের মৃত্যুর রিপোর্ট করেছে।
- কুইন্সল্যান্ডে ১০,৯৫৩টি নতুন কেস রেকর্ড করা হয়েছে।
- সাউথ অস্ট্রেলিয়া ৩,৭০৭টি সংক্রমণের এবং ২ জনের মৃত্যুর খবর দিয়েছে।
- এসিটি ১,২৪৬টি কেস রিপোর্ট করেছে।
- টাসম্যানিয়ায় ১,৪৮৯টি সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
- নর্দার্ন টেরিটোরিতে ৪১২টি নতুন সংক্রমণ।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় কোন নতুন সংক্রমণ নেই।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
আপনার স্টেট কিংবা টেরিটোরিতে আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সে সম্পর্কে জানতে দেখুন:
আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তথ্য
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
NSW
Victoria
Queensland
South Australia
ACT
Western Australia
Tasmania
Northern Territory
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।