বসন্ত উৎসব অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী ৯৬-৯৮ ব্যাচের সদস্যরা সপরিবারে যোগ দেন। এই আয়োজনকে সফল করতে আয়োজকেরা কয়েকমাস ধরে প্রস্তুতি গ্রহণ করেন।
উৎসবকে সামনে রেখে অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের সদস্যদের রচনায় ও সংগীত পরিচালনায় একটি মৌলিক গানও প্রকাশ করা হয়।

দুপুর থেকে শুরু হওয়া এই আয়োজনের শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াত দিয়ে। এরপর অস্ট্রেলিয়ার এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় মূল আয়োজন। বহুমাত্রিক এই আয়োজনে ছিল রাফেল ড্র, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড এবং ডিজে পারফরমেন্স।
.jpeg?imwidth=1280)
পুরো অনুষ্ঠানটিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন ৯৬-৯৮ ব্যাচের সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে বাচ্চাদের জন্য ছিল পনি রাইড, ফেস পেইন্টিংসহ অনেক বিনোদনমূলক উপাদান। অনুষ্ঠানটি ছোটবড় সকলের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।
-প্রেস বিজ্ঞপ্তি।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
আরো দেখুন

কমিউনিটি সুরক্ষায় অর্থ বরাদ্দ





