ভিক্টোরিয়া ১,৯২৩টি নতুন কোভিড ১৯ সংক্রমণ রেকর্ড করেছে এবং ২৫ জন মারা গেছেন, যা বর্তমান প্রাদুর্ভাবের সর্বোচ্চ দৈনিক মৃত্যুর সংখ্যা।
বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে রাজ্যে এখন সনাক্ত ২২,১৮৯ সক্রিয় রোগী আছে।
হাসপাতালে ৭৪৬ জন রয়েছেন, যার সাত দিনের গড় ৭৮০ জন। এর মধ্যে ১৩৭ জন নিবিড় পরিচর্যায় এবং ৮৫ জন ভেন্টিলেটরে রয়েছেন।
সর্বশেষ মৃত্যুর সংখ্যাসহ এ পর্যন্ত চলতি প্রাদুর্ভাবে মারা গেলেন ২৭২ জন।
১৬ বছর বা তার বেশি বয়সী ভিক্টোরিয়ানদের প্রায় ৭৭ শতাংশ এখন সম্পূর্ণ দুই ডোজ টিকা নিয়েছে।
বুধবার রাজ্য-চালিত হাবগুলিতে ৮২,৬৪৮টি টেস্ট করা হয়েছে এবং ২২,১৮৯টি কোভিড ১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে।
কোভিড ১৯ নিয়ে আরো বিস্তারিত আপডেট আসছে...
আরও দেখুন:
Share





