বিশ্বের উচ্চ মানের বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ইউএস নিউজ ইউনিভার্সিটি। এই র্যাংকিংয়ের ক্ষেত্রে ৭৫টি দেশের ১,২৫০টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মকাণ্ড এবং বিভিন্ন শিক্ষাবিদের রেটিং বিবেচনায় রাখা হয়েছে।
এই তালিকায় প্রথম চারটি স্থানসহ যুক্তরাষ্ট্রের মোট ১৩৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। প্রথম স্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তৃতীয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, চতুর্থ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
অস্ট্রেলিয়ার মোট ৩৪টি বিশ্ববিদ্যালয় এতে স্থান পেয়েছে। এগুলোর মধ্যে

A group of graduates gather outside the Sheldonian Theatre after a graduation ceremony at Oxford University Source: Getty

University of Melbourne Source: wikimedia commons
ইউনিভার্সিটি অফ মেলবোর্ন ২৬ তম,
ইউনিভার্সিটি অফ সিডনি ৩১ তম,
ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড ৪২ তম,
মনাশ ইউনিভার্সিটি ৬২ তম,
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ৬৬ তম,
ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস ৭০ তম,
ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ৮১ তম,
ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইড ১০২ তম,
কার্টিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি ২৩৪ তম এবং
ম্যাকোয়েরি ইউনিভার্সিটি ২৩৮ তম অবস্থানে রয়েছে।
এই তালিকায় ভারতের ৪০টি বিশ্ববিদ্যালয় ঠাই পেয়েছে। এর মধ্যে ইনডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ৫০৯ তম। আর, পাকিস্তানের ৬টি বিশ্ববিদ্যালয় ঠাই পেয়েছে। এগুলোর মধ্যে ৫০০ তম অবস্থান পেয়ে উপরে রয়েছে কায়েদ আজম বিশ্ববিদ্যালয়।

University of Sydney Source: wikimedia commons
এই তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায় নি। অন্যান্য যে-সব দেশের কোনো বিশ্ববিদ্যালয় এতে স্থান পায় নি সে-রকম দেশগুলো হলো: নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মঙ্গোলিয়া।