প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে আহবান জানালেন বাংলাদেশের হাইকমিশনার

প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে দেশে রেমিটেন্স প্রেরণ এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য আহবান জানালেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী।

WhatsApp Image 2023-09-25 at 4.08.11 PM.jpeg

M Allama Siddiqui, High Commissioner of Bangladesh appointed to Australia, New Zealand and Fiji, called upon expatriate Bangladeshis to send remittances to the country legally. Credit: Bangladesh High Commission, Canberra

গতকাল রোববার ফিজি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, বৈধভাবে রেমিটেন্স প্রেরণ প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশের হাইকমিশনার বলেন, সর্বজনীন পেনশন স্কিমে দীর্ঘমেয়াদে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে।

"এক্ষেত্রে রাষ্ট্র এই স্কিমে অংশগ্রহণকারীদের অর্থের যথাযথ ব্যবহারসহ নিদিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে।"

হাইকমিশনার বলেন, বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এসময় তিনি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করেন।
WhatsApp Image 2023-09-25 at 4.08.11 PM (1).jpeg
More than five hundred migrant workers were present at the exchange meeting organized by Bangladesh High Commission, Canberra in cooperation with Bangladesh Fiji Association. Credit: Bangladesh High Commission, Canberra
অনুষ্ঠানে ফিজি বাংলাদেশ এসোসিয়েশনের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন আল্লামা সিদ্দিকী।

ফিজি বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন এসোসিয়েশনের সভাপতি এবং ফিজি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আলী।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব চেতনা ও পরিচয় নিয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে। সকলকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় পতাকার মযার্দা রক্ষায় সজাগ থাকতে হবে।

বাংলাদেশ ফিজি এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা আয়োজিত এ মতবিনিময় সভায় প্রায় পাঁচ শতাধিক অভিবাসী কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পেনশন স্কিমের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ও কল্যাণ) মোঃ সালাহউদ্দিন।

- প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস রেডিও সম্প্রচার-সুচি হালনাগাদ করছে । আগামী ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাবে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতেতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, বিদ্যমান সময়সূচিতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Share

2 min read

Published

Presented by Shahan Alam

Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand