এক্টিভিস্ট তাসনুভা আনান শিশির গত সোমবার প্রথমবারের টিভি পর্দায় খবর পাঠক হিসেবে উপস্থিত হন। তিনি বাংলাদেশের পরিবারগুলোকে ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষদের আরো স্বাভাবিকভাবে গ্রহণ করার আবেদন জানান।
তাসনুভা আনান শিশির বলেন, তিনি তার খরচ জোগাতে সারাজীবন কষ্ট করেছেন।
তিনি তার প্রথম খবর সম্প্রচারের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, "আমি সত্যিই ভাগ্যবান যে সরকারি-বেসরকারি কর্মকর্তারা আমার পড়া সংবাদ শুনতে অপেক্ষা করেছিলেন। আমি খুব নার্ভাস ছিলাম, আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, এবং আমার মনে হয়েছিল এই চূড়ান্ত পরীক্ষায় এমন পরিস্থিতিকে জয় করতেই হবে।"
ভিডিওটি দেখতে ওপরের ছবিতে ক্লিক করুন ।
আরও দেখুনঃ
Share





