ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল, সিডনী
প্রতিবছরের মত এবারো ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১তম বর্ষ উদযাপন করে।
গত ১১ই ডিসেম্বর রবিবার স্কুল প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। ২০২২ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে বর্ষ সমাপনী সনদ বিতরণ করা হয়।
সকাল সাাড়ে দশটায় বাংলা স্কুল সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমানের লিখিত স্বাগত বক্তব্য পাঠ করেন ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সভাপতি মশিউল আযম খান।
দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় আবৃত্তি এবং সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের শিক্ষার্থী অর্না, আদিল, অনিরুদ্ধ, নাশভা, ইউসুফ, ইয়ারা, ইয়াশফিন, ইমরান, নুসরাত মারজান, আমিনা, সাদাফ, মাহরুস, রুকসার, আদিয়ান, অলিভিয়া।
অনুষ্ঠানে স্কুল সভাপতি মসিউল আযম খান স্বপনের রচনা ও নির্দেশনায় একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকায় অংশ নেয় স্কুলের সব শিক্ষার্থী।
অনুষ্ঠানে অধ্যক্ষ রুমানা খান মোনার লিখিত বক্তব্য পড়ে শোনান জ্যেষ্ঠ শিক্ষক আনজুমান আরা আইরিন।
বাংলা স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান করেন, এবং সঞ্চালনা করেন শিক্ষক অনিতা মন্ডল।
সনদ বিতরণ পর্ব সঞ্চালনা করেন শ্রেণী শিক্ষক শায়লা ইয়াসমিন নুসরাত, বিশাখা পাল, অনিতা মন্ডল ও আনজুমান আরা আইরিন।
অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন মসিউল আযম খান স্বপন ও ফায়সাল খালিদ শুভ। কারিগরি নিয়ন্ত্রণে ছিলেন ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও।
প্রচারের দায়িত্ব পালন করেন ইয়াকুব আলি। ব্যবস্থাপনা ও আপ্যায়নে ছিলেন তারিক আহমেদ, নুরুল ইসলাম শাহিন, গোলাম কিবরিয়া, সায়মা হক, আজিজুর রহমান, মহসিন খান ও জিসান।
ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া
সিডনিতে ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (ভিএঅস) সদস্যরা বিজয় দিবস উৎযাপন করে।
এ উপলক্ষে গত ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিডনির প্যারামেটায় মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করে।
সংগঠনের প্রেসিডেন্ট ড. মাহবুবা খানম মুক্তা, জেনারেল সেক্রেটারি ড. সুরঞ্জনা জেনিফার রহমান এবং ট্রেজারার তাসরিনা নাহিদ তন্বী প্রবাসীদের প্রতি বিজয়ের শুভেচ্ছা জানান।
ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন, অস্ট্রেলিয়া
ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া গত ১৮ই ডিসেম্বর, ২০২২ সিডনির এইচই লেবাট স্পোর্টিং কমপ্লেক্স, ব্লাকটাউনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করে।
এই উপলক্ষ্যে আয়োজন করা হয় সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত ও বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা লাল-সবুজ পোষাক পরে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন অনুষ্ঠানস্থলে।
নাফিজা চৌধুরী মিনির সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া(DUAAA)-এর সহ-সভাপতি ডঃ খাইরুল চৌধুরী 'ন্যাশনাল একনলেজমেন্ট অফ কান্ট্রি' পাঠ করেন।
এরপর সীমা আহমেদ, তামিমা ও সাকিনা আক্তার সমবেত কন্ঠে পরিবেশন করেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত।
ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি কামরুল মান্নান আকাশ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন দেশের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেইসব বীর সন্তানদের যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সন্মনিত কন্সাল জেনারেল এবং এই বিশ্ববিদ্যালয়ের এলামনাই এমডি সাখাওয়াত হোসেইন।
মি. সাখাওয়াত হোসেইন তার বক্তব্যে গভীর শ্রদ্ধা জানান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি। বিজয় দিবসের এই অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।
এরপর ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালেয়ের ছাত্র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে। তিনি ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
এসোসিয়েশনের সাধারন সম্পাদক মাহমুদুল হক বাদল ব্ল্যাকটাউন ওয়ার্কার্স সিনিয়র ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট অর্জুন সিং এবং ভাইস প্রেসিডেন্ট সাজিদ মান্নান প্রত্যয়কে ধন্যবাদ জানান তাঁদের হোম গ্রাউন্ড স্পন্সর করার জন্য।
বিশেষ ধন্যবাদ প্রদান করেন প্রধান স্পন্সর ও কার্যনির্বাহি পরিষদ সদস্য জাহিদ মাহমুদ ও বিশ্বজিৎ চক্রবর্তীকে।
এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয় জাহিদ মাহমুদ, নিকেষ নাগ ও কামরুল ইসলামের সার্বিক পরিচালনায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় লাল দল ও সবুজ দল নামে দুটি দল গঠন করে ১৫-১৫ ওভারের খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সফল আয়োজন করার জন্য এসোসিয়েশনের কার্যনির্বাহি পরিষদের সহযোগী সাধারণ সম্পাদক লিঙ্কন শফিক উল্লাহ, কোষাধ্যক্ষ হালিমুসশান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রফিক উদ্দিন, সদস্য - সাকিনা আক্তার, নুসরাত হুদা কান্তা, হায়াত মাহমুদ, নার্গিস বানুসহ অনুষ্ঠান সংশ্লিষ্ট সকল সদস্যরা প্রশংসিত হন।
সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশন
অ্যাডিলেডের বাংলাদেশিদের সংগঠন সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশন-এর উদ্যোগে টরেন্স নদীর উপর অ্যাডিলেড ওভাল ফুট ব্রিজ, অ্যাডিলেড টাউন হলে গত শনিবার ১৭ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা এবং এল্ডার্স পার্কে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

বাংলা ব্যান্ড এসোসিয়েশান ও অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশান
মেলবোর্নের পশ্চিমে বাংলাদেশি অধ্যুষিত উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের উইন্ডহ্যাম পার্ক গ্রাউন্ডে ১৭ই ডিসেম্বর, শনিবার দিনব্যাপী আয়োজিত হয় 'বিজয় মেলা ২০২২।'
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলা ব্যান্ড এসোসিয়েশান ও অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশান ।
দিন ব্যাপি এই অনুষ্ঠানে ছিল রকমারী বুটিক স্টল ও দেশী খাবারের স্টল, শিশুকিশোরদের জন্য খেলাধুলা এবং দিনভর কবিতা আবৃত্তি , নাচ, গান ও ফ্যাশান শোসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম।
মেলাতে ভিক্টোরিয়া বাংলাদেশ কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ)-এর অঙ্গ-সংগঠন ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরির একটি ষ্টল ছিল। এতে বাংলাদেশ থেকে সদ্য নিয়ে আসা নতুন বই ছাড়াও ছিল ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের নিজস্ব প্রকাশনার দুটি বাংলা বই।
এছাড়া স্টলে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক ড. ইমাম হোসেন। তিনি তার প্রকাশিত গ্রন্থ "জয়িতা", "দ্বিতীয় জীবন" ও "মাতৃভক্তি" নিয়ে উপস্থিত ছিলেন।
সাউথ ইস্ট বাংলা স্কুল মেলবোর্ন
১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সাউথ ইস্ট বাংলা স্কুল মেলবোর্ন-এর উদ্যোগে ব্রেন্টউড পার্ক নেবারহুড হাউসে আয়োজিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন বাংলাদেশি কমিউনিটি সদস্যগণ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন দিবসটি উপলক্ষ্যে রানকর্ন হাইটস স্টেট স্কুলের অডিটোরিয়ামে ১৭ ডিসেম্বর, শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশুরা বাংলাদেশের ঐতিহ্যবাহি পোশাকে সজ্জিত হয়ে বাংলাদেশের ইতিহাস এবং গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরে।
বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (বাওয়া)
পার্থে বিজয় দিবস উপলক্ষ্যে ১৭ই ডিসেম্বর বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (বাওয়া) ককবার্ন ইয়ুথ সেন্টারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কমিউনিটির সদস্যরা শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
হোবার্ট বাংলা স্কুল
হোবার্ট বাংলা স্কুল ১৬ই ডিসেম্বর বিকালে বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলা স্কুলের শিক্ষার্থীরা।

এরপর মুক্তিযুদ্ধের ইতিহাস একটি স্লাইড শো আকারে শিশু ও দর্শকদের সামনে তুলে ধরা হয়। ইভেন্টে বাচ্চাদের পারফরম্যান্স নিয়ে একটি ভিডিও প্রদর্শিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে












