বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার এই মীনা বাজার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়। আনন্দ-উল্লাস আর রকমারি পোশাকের স্টল, মুখরোচক খাবার, গহনার স্টল, শিশুদের ফেস পেইন্টিং, মেহেদির স্টল ইত্যাদি-সহ কোলাহলে মুখরিত ছিল এটি। এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সন্ধ্যা ৬ টায় কামরুন চৌধুরী লিন্ডার উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বিশেষ অথিতিদেরকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। এসময় বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার পক্ষে বক্তব্য প্রদান করেন মীনা বাজারের কনভেনর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাক্তার শায়লা ইসলাম, প্রেসিডেন্ট রাহেলা আরেফিন ও জেনারেল সেক্রেটারি শিরীন আক্তার মুন্নি। মীনা বাজারে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দেন ফেডারাল মিনিস্টার টনি বার্ক এবং স্টেট মিনিস্টার সোফি কোটসিস। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কাউন্সিলর-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Source: Supplied / Bangladesh Ladies Club Australia
দ্বিতীয় পর্বে লেডিস ক্লাবের কালচারাল সেক্রেটারি ডাক্তার ফাহিমা সাত্তারের সঞ্চালনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, এজাজুল আলম উদয়, ডাক্তার সাইদুল খান মজলিশ, অমিয়া মতিন, শিল্পী-যুগল মাহমুদ খান ও ইলোরা খান। আট বছর বয়সী ফারজান জামান ফিউশন ড্যান্সে দর্শকদের মাতিয়ে রাখে।
এছাড়াও নৃত্য পরিবেশন করে নটরাজ ড্যান্স একাডেমীর শ্রেয়সী দাস, আশিমা বানশাল, মিতা দে, প্রিয়াঙ্কা কুমার, রাসেল, স্নেহা, সঞ্চারী, মান্না ও স্বপ্নিল দে। এই অংশটি পরিচালনা ও কোরিওগ্রাফি করেন শ্রেয়সী দাস। এরপর কবিতা আবৃতি করেন নুসরাত জাহান স্মৃতি ও মলয় বিশ্বাস। একক নৃত্য পরিবেশন করেন স্বাগতা চ্যাটাজি। সবশেষে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান সাজ্জাদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
Share






