এডিনসন কাভানির জোড়া গোলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। খেলা শুরুর ৭ মিনিটেই গোল পেয়ে যায় উরুগুয়ে। বাম প্রান্ত থেকে সুয়ারেজের হাওয়ায় ভাসানো ক্রস দারুণ হেডে কাভানি পাঠিয়ে দেন পর্তুগালের জালে। খেলার ৫৫ মিনিটে হেডে সমতাসূচক গোল করে পর্তুগালের আশা জিইয়ে রেখেছিলেন পেপে। তবে সেই সমতা ধরে রাখতে পারে নি তারা। ৬২ মিনিটে কাভানি দ্বিতীয় গোল করেন। দলটির ডিফেন্ডার বেনতাঙ্কুর ভুলে পাওয়া বল বুটের ডগা দিয়ে বাঁকানো শটে পাঠিয়ে দেন পর্তুগালের জালে।
Edinson Cavani, right, is helped from the field by Cristiano Ronaldo Source: AAP