এক যুগ পর অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল স্টেট নিউ সাউথ ওয়েলসে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের পথে লেবার

নিউ সাউথ ওয়েলসে লিবারেল-ন্যাশনাল জোট ক্ষমতা হারানোর পর অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সবগুলো স্টেট ও টেরিটোরিতে লেবার পার্টির সরকার প্রতিষ্ঠিত হলো। এখন শুধু টাসম্যানিয়াতে লিবারেল সরকার ক্ষমতায় আছে।

A man and a woman celebrating

Labor leader and Premier-elect Chris Minns, čelnik Laburističke stranke i novoizabrani premijer Novog Južnog Walesa sa suprugom Annom na proslavi izbornih rezultata Source: AAP / Dean Lewins

গুরুত্বপূর্ণ দিক
  • মি. পেরোটে শনিবার রাতে মি. মিন্সকে ফোন করে পরাজয় স্বীকার করেছেন।
  • লেবার ৪৭টি আসন পাচ্ছে যা সরকার গঠনের জন্য যথেষ্ট।
  • উভয় নেতাই সিডনির পশ্চিমে গুরুত্বপূর্ণ আসনগুলিতে কঠোর প্রচারণা চালিয়েছেন, যেখানে নিউ সাউথ ওয়েলসের ভোটারদের এক তৃতীয়াংশ বাস করে।
অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড জুড়ে লেবারদের শক্ত ঘাঁটি প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে, টাসম্যানিয়াই একমাত্র স্টেট যার নেতৃত্বে রয়েছে লিবারেল সরকার ।

শনিবার রাতে প্রোগ্রেসিভ ভোট গণনার ভিত্তিতে, ক্রিস মিন্স পরবর্তী নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার হতে যাচ্ছেন, এবং স্টেটে সংখ্যাগরিষ্ঠ লেবার সরকারকে নেতৃত্ব দেওয়ার পথে রয়েছেন।

বিজয়ী ভাষণে, হবু প্রিমিয়ার ঘোষণা করেন যে তার দল ক্ষমতায় "ফিরে এসেছে এবং কাজ করতে প্রস্তুত"।

"আমরা এই স্টেটের জনগণকে হতাশ হতে দেব না," মি. মিন্স বলেন।

"আমরা নিউ সাউথ ওয়েলসে সবার জন্য শাসন করব। আমরা জানি সামনের চ্যালেঞ্জগুলো ব্যাপক, আমাদের দায়িত্ব অনেক। কিন্তু যেহেতু নিউ সাউথ ওয়েলসে লেবার ফিরে এসেছে এবং এই বিরাট স্টেটে আমরা কাজ করতে প্রস্তুত।"

মি. মিন্স বিদায়ী লিবারেল প্রিমিয়ার ডমিনিক পেরোটেকে তার সেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

"এটা অনস্বীকার্য যে এই নির্বাচনী প্রচারাভিযান ছিল অনন্য, সম্মান এবং সভ্যতার একটি মডেল। নির্বাচনে জিততে কোন দলই ছলচাতুরি করে নি, কোন রাজনৈতিক দলই কাউকে আঘাত করেনি," তিনি বলেন।
প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজি সিডনি জুড়ে নির্বাচনী দিনের প্রচারণার অগ্রভাগে ছিলেন এবং সিডনিতে পার্টির একটি অনুষ্ঠানে মি. মিন্সকে বিজয়ী মঞ্চে স্বাগত জানান।

"তিনি অস্ট্রেলিয়ান লেবার পার্টির যা কিছু ভাল তার প্রতিফলন ঘটিয়েছেন," প্রধানমন্ত্রী মি. মিন্স সম্পর্কে বলেন।

"তাঁর দৃষ্টিভঙ্গি এমন যার মূলে সবসময় জনগণ রয়েছে।"

মি. আলবানিজি তার সহযোদ্ধার নৈতিকতা, দর্শন, দয়া এবং ন্যায়বিচারের মতো গুণগুলো বিশেষভাবে চিহ্নিত করেছেন।
প্রচারাভিযানের পথে মি. মিন্সের সাথে মি. আলবানিজির বারংবার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে তার বিপরীতে জোটের পুনরায় নির্বাচনের জন্য প্রচারাভিযানে বিরোধীদলীয় নেতা পিটার ডাটনের অনুপস্থিতি ছিল উল্লেখ করার মত।

লেবার পার্টির নির্বাচনী অনুষ্ঠানে, ফেডারেল ফ্রন্টবেঞ্চার ক্রিস বোয়েন বলেন, মি. মিন্স "দারুণভাবে প্রচারণা" চালিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, "তিনি (নেভিল) রান এবং (বব) কারের মতো একজন গুরুত্বপূর্ণ লেবার প্রিমিয়ার হতে পারেন।

পেরোটের অনুমোদন

মি. পেরোটে শনিবার রাত ৯ টার দিকে মি. মিন্সের সাথে একটি ফোন কলে পরাজয় স্বীকার করেছেন।

বিদায়ী প্রিমিয়ার দেশের স্বার্থে মি. মিন্সকে সহযোগিতা করার জন্য নিউ সাউথ ওয়েলসের সবাইকে অনুরোধ করেন।

"আমি নিউ সাউথ ওয়েলসের সবাইকে বলছি, আপনার রাজনৈতিক চিন্তা যাই হোক না কেন, তাকে সহযোগিতা করুন। কারণ যখন নিউ সাউথ ওয়েলস ভাল করে, তখন আমাদের দেশ ভাল করে, এবং আমি বিশ্বাস করি যে আমরা সবাই তার পিছনে দাঁড়াতে পারি।"

মি. পেরোটে, ১৮ মাস আগে প্রিমিয়ার হয়েছিলেন, এর আগে দুর্নীতির তদন্তের মধ্যে গ্ল্যাডিস বেরেজিকলিয়ান পদত্যাগ করেন।

মি. পেরোটে তার দলের ক্ষতির সম্পূর্ণ দায়ভার নিয়ে বলেন, "আমি সংসদীয় লিবারেল পার্টির নেতা হিসাবে পদত্যাগ করছি।"

"এটা খুব স্পষ্ট যে আমাদের নতুন করে শুরু করতে হবে।"

লিবারেলদের জন্য আত্ম অনুসন্ধান

লেবারদের স্বপ্ন পূরণের সাথে সাথে লিবারেলরা তাদের ক্ষতির বিশ্লেষণ শুরু করে।

প্রাক্তন লিবারেল প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড পার্টির নির্বাচনী অনুষ্ঠানে এসেছিলেন, তবে তিনি ফলাফল সম্পর্কে মন্তব্য করতে অনিচ্ছুক ছিলেন। তিনি বলেছেন "এত আগে এ সম্পর্কে কথা বলা সম্ভব নয়"।

তবে তিনি বলেন, গ্ল্যাডিস বেরেজিকলিয়ানের আকস্মিক প্রস্থানের পর ডোমিনিক পেরোটে "অবিশ্বাস্যরকম কঠিন পরিস্থিতিতে" প্রিমিয়ারের দায়িত্ব নেন।

"আমি তাকে অনেক প্রশংসা করি," মিঃ হাওয়ার্ড বিদায়ী প্রিমিয়ার সম্পর্কে বলেন।
জলবায়ু পরিবর্তন এবং শহরের ভোটের কারণে তারা হেরেছে কীনা এমন প্রশ্নের জবাবে সিনিয়র লিবারেল এবং ফেডারেল ট্রেজারি মুখপাত্র অ্যাঙ্গাস টেলর বলেন যে 'ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিষয়ের উপযোগী'।

মি. টেলর স্কাই নিউজকে বলেন, "আপনার শক্তি যেখানে সেখানে আপনাকে প্রচার করতে হবে।"
NSW STATE ELECTION
NSW Premier Dominic Perrottet with his wife Helen Perrottet and daughter Celeste arrive to cast their votes on NSW state election day. Source: AAP / AAP
উভয় নেতাই সিডনির পশ্চিমে গুরুত্বপূর্ণ আসনগুলিতে ব্যাপক প্রচারণা চালান, যেখানে নিউ সাউথ ওয়েলসের ভোটারদের এক তৃতীয়াংশ বাস করে এবং অনেক জায়গায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাষ পাওয়া গেছে।

বিদায়ী প্রিমিয়ার শনিবার স্ত্রী হেলেন এবং কন্যা সেলেস্টের সাথে বিক্রফট এলাকায় ভোট দিয়েছেন। সেখানে স্কুলের স্বেচ্ছাসেবকরা ভোটারদের কাছে কাপকেক এবং সসেজ বিক্রি করছিল।

মি. মিন্স তার অতি-প্রান্তিক দক্ষিণ সিডনির কোগারাহ আসনে ভোট দিয়েছেন, এসময় তার স্ত্রী আনা এবং তাদের তিন ছেল তার পাশে ছিল।

তিনি নতুন কিছুর প্রতিশ্রুতি দিয়ে এসময় বলেন, "এনএসডব্লিউ-এর জন্য একটি নতুন সূচনার জন্য ভোট দিন, আমাদের দলের স্কুল এবং হাসপাতালের মত অপরিহার্য পরিষেবার জন্য একটি পরিকল্পনা আছে, আমরা বেসরকারীকরণের বিরুদ্ধে দাঁড়াব এবং নিউ সাউথ ওয়েলসের জনগণকে প্রথমে রাখব," তিনি বলছিলেন।
NSW STATE ELECTION
NSW Premier Dominic Perrottet (far left) and his wife Helen Perrottet (second left) voting on NSW state election day, in the seat of Epping, in Sydney, Saturday, March 25, 2023. Source: AAP / AAP
এদিকে ফেডারেল স্বতন্ত্র এমপি ফাওলার ডাই লি মনে করেন যে এটি হচ্ছে কঠোর কোভিড - ১৯ লকডাউনের হ্যাংওভার, সেই পরিস্থিতি জোট-নেতৃত্বাধীন নিউ সাউথ ওয়েলস প্রশাসনের সময় সিডনি কমুনিটিকে প্রভাবিত করেছিল।

তিনি এবিসি-টিভিকে বলেন, "সেই সময়ে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে আমাদের সাথে কীভাবে আচরণ করা হয়েছিল তা নিয়ে কথা বলছিলাম। আমি মনে করি আমাদের কমিউনিটিতে এখনও এর ক্ষত রয়ে গেছে, এবং তাই অনেকের মধ্যে এমন অনুভূতি রয়েছে যে সত্যিই আমরা সরকারের তরফ থেকে অবহেলিত ছিলাম"।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।

Share

Published

Updated

Presented by Shahan Alam
Source: AAP

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand