কভিড ১৯ প্রাদুর্ভাবের শুরুতে সারা বিশ্বের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ সমন্বিত প্রচেষ্টা চালিয়েছিলেন যাতে বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা যাতে ভাইরাসে আক্রান্ত না হন।
কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক দূরত্বের বার্তা তরুণ বয়সীদেরও দেয়া হচ্ছে বেশি, কারণ সাম্প্রতিককালে ৪০-এর নীচে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে।
সোমবার চিফ নার্সিং এন্ড মিডউইফেরি অফিসার এলিসন ম্যাকমিলান বলেন, "আমরা প্রায়ই শুনি তরুণরা বলছে এই রোগটি বৃদ্ধদের হয়। "
"আমি জোরের সাথে বলতে চাই, আমরা দেখছি যে তরুণ বয়সীরাই কভিড ১৯-এ আক্রান্ত হচ্ছে বেশি এবং তারাই রোগটি কমিউনিটিতে ছড়াচ্ছে।"
"যদিও তাদের উপসর্গ অনেক মৃদু, তাদের বিরাট সংখ্যক মানুষকে সংক্রমিত করার সম্ভাবনা আছে, তাই আমরা আহবান জানাই সবাই যাতে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করে।"
ভিক্টোরিয়ার স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারাও একই বার্তা দিয়েছেন।

Victorian Premier Daniel Andrews. Source: AAP
ভিক্টোরিয়ার চিফ হেলথ অফিসার ব্রেট সুটোন গত রোববার বলেছেন, "আমরা দেখছি যে একইভাবে যুক্তরাষ্ট্রে মানুষ সংক্রমিত হচ্ছে অনেক অনেক বেশি, কিন্তু মৃত্যুর সংখ্যা কমেছে, কারণ তরুণরাই সংক্রমিত হচ্ছে বেশি।"
ভিক্টোরিয়ার ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউমান সার্ভিসের হিসেবে ভাইরাসে মোট শনাক্তের ৪০ ভাগের বয়সই হচ্ছে ২০ থেকে ৪০-এর ভেতর।
এদিকে ভিক্টোরিয়ায় আজও ৬৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন, সেখানে কর্তৃপক্ষ করোনাভাইরাসের জন্য উচ্চ ঝুঁকির এলাকাগুলো লকডাউন করার ঘোষণা দিয়েছে।
রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ আগামীকাল বুধবার থেকে চার সপ্তাহের জন্য ঐসব এলাকার বাসিন্দাদের জরুরি কাজ ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশনা দিয়েছেন।
এই রেস্ট্রিকশনের অধীনে শুধুমাত্র যারা ব্যায়াম করবেন, স্কুল বা কাজে যাবেন, কাউকে সাহায্য করার দায়িত্ব পালন করবেন, এবং খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী কিনতে যাবেন তাদেরই বাইরে যেতে দেয়া হবে।
এদিকে কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আনাস্তাসিয়া পালুসেই ঘোষণা দিয়েছেন যে, তারা আগামী ১০ জুলাই থেকে ভিক্টোরিয়া ছাড়া অন্য সকল স্টেটের সাথে বর্ডার উন্মুক্ত করে দেবেন।

Queensland Premier Annastacia Palaszczuk Source: AAP
সম্প্রতি প্রধানমন্ত্রী স্কট মরিসন সকল রাজ্যের বর্ডার উন্মুক্ত করে দিতে রাজ্য কর্তৃপক্ষগুলোর প্রতি আহবান জানিয়েছিলেন।
আরো পড়ুন: