Key Points
- অধ্যাপক পল কেলি বলেন, অস্ট্রেলিয়ায় মহামারীর বিরুদ্ধে জরুরী ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্ভবত শেষ হয়ে গেছে
- AMA সভাপতি অধ্যাপক স্টিভ রবসন সতর্ক করে দিয়ে বলেন, কোভিডকে সাধারণ ফ্লু হিসেবে দেখা উচিৎ নয়
- মহামারীর সময়ে চালু হওয়া দুর্যোগকালীন ছুটির আর্থিক সহায়তা প্রদানও ১৪ অক্টোবর শেষ হবে
আগামী ১৪ অক্টোবর থেকে কোভিড-১৯ পজিটিভ হওয়া অস্ট্রেলীয়দের আর আইসোলেশানে যাওয়ার প্রয়োজন হবে না।
শুক্রবারে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজির সভাপতিত্বে ন্যাশনাল ক্যাবিনেটের বৈঠকে এই 'সর্বসম্মত সিদ্ধান্ত' নেওয়া হয়।
প্রধানমন্ত্রী অ্যালবানিজি বলেন, ‘মহামারীর কারণে দুর্যোগকালীন আর্থিক সহায়তা প্রদান একই সময়ে শেষ হয়ে যাবে, তবে উচ্চ-ঝুঁকিপূর্ণ কাজে থাকা কর্মীদের জন্যে তা প্রযোজ্য হবে না, কারণ তাদের বিশেষ সমর্থন দরকার।‘
বর্তমানে করোনার উপসর্গবিহীন অস্ট্রেলিয়ানদের পাঁচ দিনের জন্য সেলফ-আইসোলেশানে যেতে হয়।
অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার পল কেলি বলেছেন, অস্ট্রেলিয়ায় এই মহামারীর কারণে জরুরি ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা সম্ভবত শেষ হয়ে গেছে।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, মহামারী এখনও শেষ হয়ে যায়নি এবং অস্ট্রেলিয়ায় এ বছরের শুরুর দিকের মতো সামনেও আবার কোভিড সংক্রমণ দেখা দিতে পারে।
অধ্যাপক কেলি বলেন, অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে কোভিড সংক্রমণ, হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি এবং বয়স্ক সেবাকেন্দ্রে প্রাদুর্ভাবের হার অনেক কম।
‘এই মুহূর্তে, আগের সংক্রমণগুলো থেকে পাওয়া খুব উচ্চ হাইব্রিড রোগ-প্রতিরোধক ক্ষমতা আমাদের রয়েছে, সেইসাথে উচ্চ টিকা গ্রহণের হার, বিশেষ করে এবং নির্দিষ্টভাবে উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের মধ্যে, যেমন - বয়স্ক ব্যক্তি, বয়স্ক সেবাকেন্দ্রে থাকা ব্যক্তিরা, এবং প্রতিবন্ধী মানুষেরা, যাদের সম্পর্কে আমরা এর আগে বহুবার কথা বলেছি।
‘আমি বিশ্বাস করি যে এই সময়ে আইসোলেশানের প্রয়োজনীয়তা সরিয়ে নেয়া জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে একটি যুক্তিসঙ্গত কাজ,’ অধ্যাপক কেলি যোগ করেন।
অধ্যাপক কেলি স্বেচ্ছায় সেলফ-আইসোলেশানের বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, প্রথম দুই থেকে তিন দিনের মধ্যেই সাধারণত মানুষ সবচেয়ে বেশি সংক্রামক হয়ে থাকে এবং উপসর্গ থাকা অবস্থায় কারো সংক্রামক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
‘আমরা সংক্রামক ব্যক্তিদের এখন বাড়ির বাইরে যেতে বাধা দিচ্ছি না, এবং ভবিষ্যতেও দিব না,’ তিনি বলেন।
‘আমরা এই ভাইরাসের সংক্রমণের প্রবণতা বদলাতে পারিনি।‘
প্রধানমন্ত্রী অ্যালবানিজি বলেছেন, সবার পরামর্শ ও চলমান পরিস্থিতির ওপর ভিত্তি করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, দেশের নেতারা জনগণকে টিকা নেয়ার জন্য প্রচারণা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
‘আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সহায়তা প্রদান অব্যাহত রাখব। আমরা এসব বিষয় পর্যবেক্ষণ অব্যাহত রাখব এবং ডিসেম্বরে আমাদের মধ্যে আরেকটি আলোচনা হবে।
অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অধ্যাপক স্টিভ রবসন সতর্ক করে দিয়ে বলেছেন, কোভিডকে ফ্লুর মতো করে দেখা উচিৎ নয়।
‘যদি কেউ মনে করে ফ্লু-ই হচ্ছে কোভিড, তাহলে তারা কল্পনার রাজ্যে বাস করছেন। কোভিড একটি দীর্ঘমেয়াদী সংক্রামক রোগ। আমরা ইতিমধ্যে সমাজে লং কোভিডের প্রভাব দেখতে পাচ্ছি। কিন্তু লং ফ্লু বা লং কোল্ড বলে কিছু নেই।‘ আজ সকালে তিনি এবিসি-র সঙ্গে এ কথা বলেন।
লং কোভিড ক্লিনিকের জন্যে দেখুন:
ACT New South Wales Northern Territory
Tasmania Victoria Western Australia
কোভিড-১৯ পরীক্ষার জন্যে দেখুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria Western Australia
র্যাট টেস্ট পজিটিভ হলে এখানে জানান:
ACT New South Wales Northern Territory
Tasmania Victoria Western Australia
বিদেশ ভ্রমণের আগে দেখুন: check the latest travel requirements and advisories
কোভিড বিষয়ক জার্গনের জন্যে দেখুন: COVID-19 jargon in your language
আপনার ভাষায় সমস্ত কোভিড-১৯ তথ্যের জন্যে দেখুন: SBS Coronavirus portal
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
