- ফেডারাল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেন, ১৫ ডিসেম্বর নাগাদ আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়া হবে।
- প্রায় পাঁচ মাস পর নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার সঙ্গে রাজ্য-সীমান্ত খুলে দিয়েছে কুইন্সল্যান্ড। শত শত পরিবার আবারও পুনর্মিলিত হওয়ার সুযোগ পাচ্ছে।
- সেকেন্ড ডোজের পাঁচ মাস পর বুস্টার শট প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আরও ১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান এখন তাদের কোভিড-১৯ বুস্টার শট নেওয়ার উপযুক্ততা লাভ করেছেন। বুস্টার শটের জন্য ফাইজারের পাশাপাশি মডার্না ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে আটাগি (ATAGI)।
- ফেডারাল হেলথ সেক্রেটারি ব্রেন্ডান মার্ফি বলেন, ওমিক্রন ভেরিয়েন্টের আবির্ভাবের ফলে বুস্টার শট গ্রহণের গুরুত্ব অনেক বেড়েছে।
- নিউক্যাসলের আরগিল হাউজ নাইটক্লাব ক্লাস্টার বৃদ্ধি পেয়ে ৮৪ জনে পৌঁছেছে এবং প্রায় ৭০০ লোক তাদের ক্লোজ কন্টাক্ট বলে বিবেচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, এসব সংক্রমণের মাঝে কিছু কিছু ওমিক্রন সংক্রমণও পাওয়া যেতে পারে।
- নিউ সাউথ ওয়েলসে এক রাতে নয়টি ওমিক্রন সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
কোভিড-১৯ পরিসংখ্যান
- ভিক্টোরিয়ায় ১,২৯০ টি কেস সনাক্ত এবং দু’জনের মৃত্যু।
- নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৫৩৬ টি নতুন কেস সনাক্ত।
- এসিটি-তে তিনটি কেস ও কুইন্সল্যান্ডে একটি কেস সনাক্ত।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
আপনার স্টেট কিংবা টেরিটোরিতে আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সে সম্পর্কে জানতে দেখুন:
আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তথ্য
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
Follow SBS Bangla on FACEBOOK.
