কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে দৈনিক সনাক্ত সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে, টিকা দেওয়া বাসিন্দাদের জন্য নিয়ম আরও শিথিল করা হবে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৬ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Members of the public wear face masks as they exercise in Sydney, Thursday, August 26, 2021.

Members of the public wear face masks as they exercise in Sydney, Thursday, August 26, 2021. Source: AAP Image/Bianca De March

  • রিজিওনাল নিউ সাউথ ওয়েলসে লকডাউন ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে
  • ভিক্টোরিয়া আরো ২৫,০০০ ফাইজার ডোজ পাচ্ছে
  • ACT-তে ব্যবসা সহায়তা অনুদানের আবেদন নেয়া হচ্ছে
  • কুইন্সল্যান্ড টুউম্বার কাছে কোয়ারেন্টিন সুবিধা দেবে

নিউ সাউথ ওয়েলস

রাজ্যে স্থানীয়ভাবে পাওয়া ১,০২৯টি নতুন রোগী রেকর্ড করা হয়েছে, কমপক্ষে ৩৭ জন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিল। টিকা না দেওয়া তিন জন মারা গেছে।

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান ১৩ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণভাবে টিকা দেওয়া বাসিন্দাদের জন্য আরো স্বাধীনভাবে চলাফেরার অনুমোদন দেবেন বলে ঘোষণা দিয়েছেন:

  • যেসব মানুষ ভাইরাস আক্রান্তের সংখ্যা বেশি এমন স্থানীয় সরকার অঞ্চলের বাইরে থাকেন তারা বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে পাঁচজনের দলে বাইরে জড়ো হতে পারবেন।
  • ভাইরাস আক্রান্তের সংখ্যা বেশি এমন স্থানীয় সরকার এলাকার একই বাড়ির পরিবারগুলির সদস্যরা বাইরে জড়ো হতে পারবেন, কিন্তু কারফিউ এবং ব্যায়ামের সময়সীমাসহ আশেপাশের চলতি বিধিনিষেধ অনুসরণ করতে হবে।

ভ্যাকসিনের জন্য আজই অ্যাপয়েন্টমেন্ট করুন এখানে

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয় ৮০জন নতুন রোগী রেকর্ড করেছে। ৩৭ জন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিল।

কোভিড কমান্ডার জেরোইন ওয়েমার বলেন, ৪০ বছরের কম বয়সী ব্যক্তিরা, যাদের ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনেকা টিকার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তারা স্বয়ংক্রিয়ভাবে ফাইজার কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণ করবে কারণ ২৫,০০০ ফাইজার ডোজ ভিক্টোরিয়ায় পৌঁছেছে।

এক্সপোজার সাইটগুলোর তালিকা দেখুন এখানে, ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন এখানে

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি)

এসিটি স্থানীয় ১৪ জন নতুন রোগী রেকর্ড করেছে যার ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা এখন ১৯০ জন।

লকডাউন দ্বারা ক্ষতিগ্রস্ত ক্যানবেরার ব্যবসাগুলির যারা কর্মী নিয়োগ দিয়েছে তারা এখন ১০,০০০ ডলার এবং কর্মীবিহীন ব্যবসার জন্য ৪,০০০ পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারে।

কোভিড -১৯ টিকার জন্য আপনার যোগ্যতা পরীক্ষা করতে এখানে ক্লিক করুন।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

  • কুইন্সল্যান্ড টুউম্বার কাছে ওয়েলক্যাম্প বিমানবন্দরে একটি ডেডিকেটেড রিজিওনাল কোয়ারেন্টিন কাঠামো নির্মাণ করবে।
  • নর্দার্ন টেরিটোরির ১২ বছরের বেশি বয়সী সমস্ত শিশু এখন ফাইজার কোভিড -১৯ ভ্যাকসিনের জন্য যোগ্য হবে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

NSW

Victoria

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


Follow SBS Bangla on FACEBOOK.

আরও দেখুন:


Share

3 min read

Published

Updated

By SBS/ALC Content

Presented by Shahan Alam

Source: SBS




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now