- কোভিড-১৯ এর কারণে অস্ট্রেলিয়া জুড়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। নিউ সাউথ ওয়েলসে গতকাল রবিবার ১,০০০ এরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিড-১৯ এর কারণে এই অঙ্গ-রাজ্যে বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা ১,২০৪ জন।
- নিউ সাউথ ওয়েলসে আই-সি-ইউ-তে কোভিড রোগীর সংখ্যা ৮৩ জন থেকে বৃদ্ধি পেয়ে ৯৫ জন হয়েছে। ভিক্টোরিয়ায় কোভিডের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৯১ জন; এদের মধ্যে ৫৬ জন রয়েছে আই-সি-ইউ-তে এবং ২৪ জন রয়েছে ভেন্টিলেটরে।
- হেলথ সার্ভিসেস ইউনিয়ন (এইচ-এস-ইউ) সতর্ক করেছে যে, নিউ সাউথ ওয়েলসের হাসপাতালগুলোতে পরিশ্রান্ত স্বাস্থ্যকর্মীরা এখন এই খাতে যথোপযুক্ত বিনিয়োগ না হওয়ার প্রভাব অনুভব করছেন। তারা আরও সতর্ক করছে যে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতাল ব্যবস্থা সঙ্কটময় পরিস্থিতিতে নিপতিত হবে।
- ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ বলেন, আরও র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অর্ডার দিয়েছে ফেডারাল সরকার। ৮৪ মিলিয়ন টেস্টের অর্ডার দেওয়ার ফলে অঙ্গ-রাজ্যগুলো আরও সরবরাহ লাভ করবে বলে আশা করা হচ্ছে।
- প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যাদের দরকার হবে সে-রকম ক্লোজ কন্টাক্টদের জন্য বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে। তবে, ফেডারাল সরকার এটি সবাইকে বিনামূল্যে প্রদান করবে না।
- মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রাম ব্যাধি বিষয়ক কর্মকর্মতা ড. অ্যান্থোনি ফসি বলেন, ওমিক্রন ভেরিয়েন্টের কারণে দেশটিতে সংক্রমণ “উল্লম্বভাবে বৃদ্ধি পাচ্ছে”। আর কয়েক সপ্তাহের মধ্যেই সংক্রমণ সংখ্যা তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে।
কোভিড-১৯ পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ২০,৭৯৪ টি নতুন কেস সনাক্ত এবং চার জনের মৃত্যু।
- ভিক্টোরিয়ায় ৮,৫৭৭ টি নতুন কেস সনাক্ত এবং তিন জনের মৃত্যু।
- কুইন্সল্যান্ডে ৪,২৪৯ টি নতুন কেস সনাক্ত। সেখানকার প্রিমিয়ার বলেছেন, ৩০ এর কোঠার একজন পুরুষ মারা গেছেন “সম্ভাব্য” সংক্রমণের কারণে।
- এসিটি-তে ৫১৪ টি নতুন কেস সনাক্ত।
- টাসম্যানিয়ায় ৪৬৬ টি নতুন কেস সনাক্ত।
- কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
Share





