- ১ নভেম্বর থেকে পুরোপুরি ভ্যাকসিন দেয়া ব্যক্তিদের এনএসডব্লিউতে আগমনের জন্য কোয়ারেন্টিন প্রয়োজন হবে না
- ভিক্টোরিয়া এনএসডব্লিউতে সম্পূর্ণ টিকা দেয়া ব্যক্তিদের জন্য কোয়ারেন্টিনের শর্ত বাতিল করবে
- নিউ সাউথ ওয়েলসের ভেতরে রিজিওনাল এলাকায় ভ্রমণ ১ নভেম্বর পর্যন্ত বিলম্বিত করা হচ্ছে
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলসে ৩৯৯টি নতুন স্থানীয় করোনাভাইরাস কেস এবং তিনটি মৃত্যুর রেকর্ড করা হয়েছে।
প্রিমিয়ার ডমিনিক পেরোটে নিশ্চিত করেছেন যে সোমবার রাজ্যে ৮০ শতাংশ ডবল ডোজ টিকা দেওয়ার টার্গেট অর্জিত হলে কিছু নিয়ম সহজ করা হবে।
তিনি বলেন, উচ্চ সংখ্যায় ভ্যাকসিনেশন নিশ্চিত হলে বিদেশ থেকে আগতদের জন্য হোটেল কোয়ারেন্টিন এবং দুই ডোজ নেয়া লোকদের জন্য ১ নভেম্বর থেকে হোম কোয়ারেন্টিন বন্ধ করা যেতে পারে। ভ্রমণকারীদের তাদের ফ্লাইটে ওঠার আগে একটি নেগেটিভ পিসিআর পরীক্ষার প্রয়োজন হবে এবং আগমনের সময় একটি পরীক্ষার ব্যবস্থা থাকবে। টিকাগুলি টিজিএ দ্বারা স্বীকৃত হতে হবে। ফিরে আসা অস্ট্রেলিয়ানদের অগ্রাধিকার দেওয়া হবে।
সোমবার থেকে, বাড়িতে জড়ো হওয়ার সীমা ২০ জন পর্যন্ত বাড়বে, অন্যদিকে আউটডোর জমায়েত বৃদ্ধি পাবে ৫০ জন পর্যন্ত।
রিজিওনাল এলাকায় ভ্রমণ ১ নভেম্বর পর্যন্ত বিলম্বিত হয়েছে।
ভিক্টোরিয়া
আগামী মঙ্গলবার থেকে, ভিক্টোরিয়া এনএসডব্লিউতে সম্পূর্ণ দুই ডোজ টিকা দেয়া ব্যক্তিদের জন্য কোয়ারেন্টিনের শর্ত বাতিল করবে।
রাজ্যে ২,১৭৯টি নতুন কোভিড -১৯ কেস এবং ছয়জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। রাজ্যে আসার ৭২ ঘন্টার মধ্যে ভ্রমণকারীদের অবশ্যই টেস্টে নেগেটিভ হতে হবে।
অনুমোদিত কর্মীদের জন্য কোভিড -১৯ ভ্যাকসিন বাধ্যতামূলক থাকবে, সবার এখন সাইটে কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের অন্তত একটি ডোজ বা টিকার নির্ধারিত বুকিংয়ের শর্ত রয়েছে।
এসিটি
৩৫টি নতুন কেস নিয়ে টেরিটোরিতে এই প্রাদুর্ভাবের মোট কেস সংখ্যা এখন ১,৩৯৪। ৭০ -এর কোঠায় এক মহিলা বয়স্ক পরিচর্যা কেন্দ্রে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়া জুড়ে
প্রায় ৯৭ শতাংশ নির্ভুল ফল দেবে এমন তিনটি কোভিড -১৯ সেলফ-টেস্ট কিট ১ নভেম্বর থেকে ফার্মেসিগুলোর সেলফে পাওয়া যাবে।
অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো বলছে, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং এসিটিতে লকডাউনের কারণে সেপ্টেম্বরে আরও ১৩৮,০০০ চাকরি চলে গেছে।
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস Travel & transport and Quarantine
- ভিক্টোরিয়া Travel permit, Overseas travellers and Quarantine
- এসিটি Transport and Quarantine
- নর্দার্ন টেরিটোরি Travel and Quarantine
- কুইন্সল্যান্ড Travel and Quarantine
- সাউথ অস্ট্রেলিয়া Travel and Quarantine
- ট্যাসমানিয়া Travel and Quarantine
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া Travel and Quarantine
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: