শুক্রবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) এবং ভিক্টোরিয়ায় নয়জন করে এবং কুইন্সল্যান্ডে সাতজনসহ কমপক্ষে ২৮ জন কোভিড -১৯ এ মৃত্যুবরন করেছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আগে মারা গেছেন এমন ১১ জনের রিপোর্ট করেছে।
ভিক্টোরিয়ার হাসপাতালে ৫৭১ জন কোভিড -১৯ নিয়ে ভর্তি আছে, এটি ৪ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া গত তিন সপ্তাহে প্রথমবারের মতো ১০,০০০-এর কম নতুন সংক্রমণের খবর দিয়েছে।
নিউ সাউথ ওয়েলস আইসিইউতে ৩৪ জন কোভিড -১৯-এর চিকিৎসা নিচ্ছে যা ৪ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন।
অস্ট্রেলিয়ায় নতুন কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর জন্য সর্বশেষ কোভিড -১৯ তথ্য এখানে দেখুন।
নিউ সাউথ ওয়েলস হেলথ কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার সাপ্তাহিক রিপোর্টে পিসিআর পরীক্ষার হার ৭.১ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে যে কমিউনিটিতে কোভিড -১৯ সংক্রমণ স্থিতিশীল থাকলেও রাজ্য জুড়ে ইনফ্লুয়েঞ্জার ঘটনা বাড়ছে।
এনএসডব্লিউ হেলথ বাসিন্দাদের গত দশ দিনে সিডনি সিবিডিতে থাকলে লিজিওনেয়ারের রোগের লক্ষণগুলি পর্যবেক্ষণ করতে বলেছে।
ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত পাঁচজন বাসিন্দা গত তিন সপ্তাহে সিবিডিতে সময় কাটিয়েছেন। পাঁচজনের সবাই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
লিজিওনেয়ার রোগের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, ঠান্ডা লাগা, কাশি এবং শ্বাসকষ্ট। লক্ষণগুলি প্রকাশের সময় থেকে ১০ দিন পর্যন্ত থাকতে পারে।
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria Western Australia
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: check what your options are
আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: COVID-19 jargon in your language
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: আমাদের ওয়েবসাইট।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
আরও দেখুন:
