- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস বলেছেন, "আমরা সমস্ত দেশকে সতর্ক থাকার আহ্বান জানাই।" কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯ কেস সংখ্যা কমে গত সপ্তাহে আট শতাংশ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে তিনি একথা বলেন।
- ডাব্লুএইচও-এর কোভিড-১৯-এর টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন, "বিশ্বব্যাপী কোভিড পরীক্ষা উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেলেও" এই কেস সংখ্যা বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।
- মিজ ভ্যান কেরখোভ আরো বলেছেন যে, "চারপাশে "প্রচুর ভুল তথ্য" দেয়া হচ্ছে। যেসব ভুল তথ্য বাজারে চালু আছে তা হলো, ওমিক্রন হালকা, মহামারী শেষ হয়ে গেছে, এটিই শেষ রূপ যা আমাদের মোকাবেলা করতে হবে, ইত্যাদি।"
- অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস নতুন তথ্য প্রকাশ করেছে যেখানে দেখা যায় যে, ফেব্রুয়ারিতে মানুষ জানুয়ারির তুলনায় ৮.৯% বেশি কাজ করেছে, এসময় ওমিক্রন আক্রান্ত হয়ে অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক লোক অসুস্থ বা ছুটিতে ছিল।
- তবে এই ফেব্রুয়ারিতে আগের ছয় বছরের ফেব্রুয়ারির তুলনায় অসুস্থতা বা ছুটি নেয়ার কারণে কম কাজ করা বা কোনো কাজ না করা লোকের সংখ্যা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
- সাউথ অস্ট্রেলিয়ার ভোটাররা যারা আইসোলেশন বা কোয়ারেন্টাইনে আছেন বা যাদের কোভিড-১৯ উপসর্গ আছে তারা এখন ১৯ মার্চ-এর স্টেট ইলেকশনে ভোট দিতে ভোটিং প্যাক সংগ্রহ করতে নিবন্ধন করতে পারেন।
- ভোটাররা ভোটিং প্যাক সংগ্রহ করতে এবং তারপরে তাদের ব্যালট পেপার পোস্ট বক্সে দিতে গাড়ি চালিয়ে বাড়ির বাইরে যেতে পারবে।
- আজ থেকে এক মাস পর ১৭ এপ্রিল থেকে ক্রুজ জাহাজগুলি অস্ট্রেলিয়ার বন্দরে ভিড়তে আবার অনুমতি দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা গত দুই বছরেরও বেশি সময় ধরে ছিল। এছাড়া স্টেটগুলো এ সম্পর্কে তাদের নিজস্ব নীতিমালা প্রণয়ন করতে পারবে।
কোভিড-১৯ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে ১,০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছে যার মধ্যে ৩৪ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন। সেখানে ৫ জন মারা গেছে এবং কোভিড-এ নতুন সনাক্ত ২০,০৮৭ জন।
- ভিক্টোরিয়ায়, ১৯৭ জন হাসপাতালে রয়েছেন, ২৩ জন আইসিইউতে এবং ৪ জন ভেন্টিলেটরে রয়েছেন। সেখানে ৭ জন মারা গেছে এবং ৯,৭৫২ জন নতুন সংক্রমিত হয়েছে।
- টাসম্যানিয়ায় ১,৯০৯ টি নতুন কোভিড-১৯ কেস রেকর্ড করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত ২৫ জন হাসপাতালে, যাদের মধ্যে ৩ জন নিবিড় পরিচর্যায়।
- এসিটিতে ৩৯ জন এখন কোভিড-১৯ নিয়ে হাসপাতালে আছেন, তাদের মধ্যে ৩ জন নিবিড় পরিচর্যায় এবং ১,৩১১ জন নতুন সংক্রমিত।
- কুইন্সল্যান্ডে ৭,১৯০ টি নতুন কোভিড-১৯ কেস এবং ১০ জন মারা গেছে। ২৬৩ জন কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি, নিবিড় পরিচর্যায় ১৯ জন রোগী।
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria Western Australia
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজেটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: check what your options are
আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: COVID-19 jargon in your language
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
আরও দেখুন:
