স্বাগতিক রাশিয়াকে হারিয়ে চলতি ফিফা বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। শনিবার রাতে নির্ধারিত সময়ে খেলা ১-১ ব্যবধানে সমতায় শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ে দু’দল আরও একটি করে গোল করে। তাতে সেই সমতা থেকেই যায়। ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো ক্রোয়েশিয়া সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। অপরদিকে রাশিয়াও বিশ্বকাপে মাত্র একবার সেমিফাইনালে খেলেছে ১৯৬৬ সালে। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।কোয়ার্টার ফাইনাল পর্বে শনিবার অপর ম্যাচে সুইডেনকে হারিয়েছে ইংল্যান্ড। তাই এখন ক্রোয়েশিয়াকে সেই সেমিতে সেই ইংলিশদের মোকাবেলা করতে হবে।
Croatia's Ivan Rakitic on the ball in Croatia's quarter-final versus Russia Source: Getty Images
টাইব্রেকারে প্রথম শটটিই মিস করেন রাশিয়ান ফিওদর স্মোলভ। তিন নম্বর শট নিতে এসে মিস করেন রাশিয়াকে সমতায় ফেরানো ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মারিও ফার্নান্দেসও। আর স্পট কিক থেকে বল জালে জড়ান আলান জাগোয়েভ, সোর্গেই ইগনাশোভচ ও দালের ব্রাজিয়াভ। ক্রোয়েশিয়া দলের কোভাচিচ ছাড়া মার্সেলো ব্রোজাভিচ, লুকা মদরিচ, দোমাগয় ভিদা ও ইভান রাকিতিচ সবাই গোল করেছেন।