টাইব্রেকারে প্রথম শটটিই মিস করেন রাশিয়ান ফিওদর স্মোলভ। তিন নম্বর শট নিতে এসে মিস করেন রাশিয়াকে সমতায় ফেরানো ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মারিও ফার্নান্দেসও। আর স্পট কিক থেকে বল জালে জড়ান আলান জাগোয়েভ, সোর্গেই ইগনাশোভচ ও দালের ব্রাজিয়াভ। ক্রোয়েশিয়া দলের কোভাচিচ ছাড়া মার্সেলো ব্রোজাভিচ, লুকা মদরিচ, দোমাগয় ভিদা ও ইভান রাকিতিচ সবাই গোল করেছেন।
বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে: