বেলজিয়ামের কাছে ১-২ গোলে হেরে শেষ আট থেকেই বিদায় নিল ব্রাজিল। সেমিফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ফ্রান্স। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম।মাত্র ১৩ মিনিটে ফার্নান্দো লুইজ রোজার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। কর্নার থেকে আসা বল তার মাথায় লেগে চলে যায় নিজেদের পোস্টে। আর ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ডি ব্রুয়েইন দুর্দান্তভাবে কাজে লাগান এই সুযোগকে।৭৬ মিনিটে ব্রাজিলের পক্ষে রেনাতো অগুস্তো এক গোল শোধ করতে সক্ষম হন।
Brazilian star Neymar disconsolate, as his side is eliminated from the World Cup. Source: Getty