Share
নরওয়েতে ভূমি-ধসের ফলে ঘর-বাড়ি সাগরে নিমজ্জিত হওয়ার ভিডিও
নরওয়েতে ভূমি-ধসের ফলে ঘর-বাড়িসহ বড় একখণ্ড ভূমি সাগরে নিমজ্জিত হওয়ার ভিডিও রেকর্ড করেছেন এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দা জেন ইজিল বাকাডাল বলেন, তিনি যখন বুঝতে পারেন যে, কী ঘটতে যাচ্ছে তখন তিনি জীবন রক্ষা করার জন্য দৌঁড়াতে শুরু করেন। এই ভূমি-ধসের ঘটনায় তার বাড়িও নিমজ্জিত হয়েছে।

Source: AP
Published
Updated
Presented by Sikder Taher Ahmad
Source: AP