প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে সিডনির কোগরা এলাকায় ফ্রইস রিজার্ভ পার্কে জ্যাকারান্ডা সমারোহ দেখা যায়।
এই উপলক্ষে ২০১৮ সাল থেকে প্রতিবছর অক্টোবরের শেষ সপ্তাহ ও নভেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে নারীদের নিয়ে জ্যাকারান্ডা মিলনমেলা করে "ফাগুন হাওয়া" ইনক অস্ট্রেলিয়া।
ফুলের সাথে মিলিয়ে সবাই মিলে চমৎকার বেগুনী পোশাকে নিজেদেরকে সাজিয়েছিলেন এতে অংশ নেওয়া ৮৫ জন নারী। চারিদিকে যেন এক বেগুনী রং এর আনন্দ-উৎসব। সবাই মন খুলে আড্ডায় মেতে ওঠেন। বিভিন্ন বেগুনী সরঞ্জাম দিয়ে জায়গাটা সুন্দর করে সাজান হয় এবং পরিবেশন করা হয় নানা রকম মুখরোচক খাবার।

Source: Supplied / Fagun Hawa Inc. Australia
অনুষ্ঠানে আগত অতিথীদেরকে শুভেচ্ছা বাণী দিয়ে এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা প্রদান করেন ফাগুন হাওয়ার আরেকজন কর্ণধার, কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা।
সবশেষে, জাকারান্ডার সাথে মিল রেখে কেক কাটার মধ্য দিয়ে এবং র্যাফেল ড্র-এর মাধ্যমে শেষ হয় "জাকারান্ডা বিলাস-২০২৩”।
প্রেস বিজ্ঞপ্তি
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS
Share






