হতভাগ্য বৃদ্ধাকে যখন আক্রমণ করা হচ্ছিল, তখন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, কেউই বাধা দিচ্ছিল না। যুক্তরাষ্ট্রে সম্প্রতি এশিয়ানদের ওপর বিদ্বেষপূর্ণ আক্রমণ বেড়ে চলেছে।
সোমবার দিনের বেলা মধ্য ম্যানহাটানের ফুটপাতে এই ঘটনাটি ঘটে যা পার্শ্ববর্তী একটি বিল্ডিঙয়ের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
অনলাইনে পুলিশের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় একজন পুরুষলোক ৬৫ বছর বয়সী এক নারীর দিকে এগিয়ে যাচ্ছে, এরপর তাকে পেটে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়, এবং ক্রমাগত লাথি দিতে থাকে।
ভিডিওতে আরও দেখা যায় একজন ডেলিভারি ওয়ার্কার ওই মারের দৃশ্য বিল্ডিঙয়ের ভেতর থেকে দেখছিল। এরপর আরও দুজন ওই দৃশ্য দেখতে আসে, তাদের একজন দরজা বন্ধ করে দিচ্ছিল, এবং কেউই ওই নারীর সাহায্যে এগিয়ে যায়নি। আর এভাবেই কোন বাধা ছাড়াই আক্রমণকারী হেঁটে চলে যায়।
এদিকে একই ঘটনা ঘটেছে শনিবার রাতে একটি সাবওয়ে স্টেশনে, সেখানে একজন পুরুষ এক নারীর মুখে আঘাত করে, পুলিশ তাকেও খুঁজছে।
ওই নারী গুরুতর আঘাত পায়নি, এবং মেডিক্যাল সাহায্যও নেয়নি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অন্যান্য শহরগুলোতে এশিয়ানদের ওপর আক্রমণ শুরু হয়েছে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে। অধিকার কর্মীদের অনেকেই এজন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্যের প্রতি ইঙ্গিত করেছে। মিঃ ট্রাম্প কভিড ১৯-কে বারবার 'চাইনিজ ভাইরাস' বলে নির্দেশ করেছিলেন।
নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ডরু কিওমউ বলেন এই হিংসা সারা দেশে মহামারির মত ছড়িয়ে পড়েছে, এটি 'এক্ষুনি বন্ধ করতে হবে'।
এ মাসের শুরুতে এক বন্দুকধারী আটলান্টার এশিয়ান মালিকানাধীন তিনটি স্পাতে গুলি করে ৬ এশিয়ান নারীকে হত্যা করে।

এদিকে নিউইয়র্ক পুলিশ এইসব ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে টহল আরও বাড়িয়েছে। এছাড়া কমিউনিটির অনেকেই এশিয়ান-এমেরিকানদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে।
পুরো নিউইয়র্কে আনুমানিক প্রায় এক মিলিওন এশিয়ান বংশোদ্ভূত নাগরিকের বাস।
আরও দেখুনঃ
