প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৬৬ মিনিটে স্ট্রাইকার এমিল ফোর্সবার্গের গোলে এগিয়ে যায় সুইডেন। ফোর্সবার্গের শট সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির পায়ে লেগে বলের গতি পরিবর্তন হয়ে জালে ঢুকে যায়। বলটি আকানজি না ঠেকালে সোজা গোলরক্ষকের কাছেই যেত। পরবর্তীতে ইনজুরি টাইমে একটি পেনাল্টি পেয়েও ব্যবধান দ্বিগুণ বানাতে পারে নি সুইডেন। ৭ জুলাই ইংল্যান্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে তাঁরা।
Referee Damir Skomina shows a yellow card during the 2018 FIFA World Cup Russia Round of 16 match between Sweden and Switzerland. Source: Gokhan Balci/Anadolu Agency/Getty Images