খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স, ৪০ মিনিটে আতোয়ান গ্রিসম্যানের ফ্রিকিকে মাথা ছুঁয়ে গোল করেন রাফায়েল ভারানে। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার মারাত্মক এক ভুলে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ২৫ গজ দূর থেকে শট নিয়েছিলেন গ্রিজমান। সোজা আসা বলটি ধরতে ব্যর্থ হন মুসলেরা, বল তার হাত ফসকে জালে জড়িয়ে যায়। ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও উরুগুয়ে দুই দলকেই হারাল ফ্রান্স।
French stars (from Left) - Antoine Griezmann, Raphael Varane and Kylian Mbappe Source: Getty Images