Aussie Focus

ভিসার ক্ষেত্রে অস্ট্রেলিয়া কেন আর টোফেল স্কোর গ্রহণ করছে না?

২৬ জুলাই, ২০২৩ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসার ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে টোফেল আই-বিটি স্কোর আর গ্রহণ করছে না অস্ট্রেলিয়া। কেন?

University Students in Classroom

Diverse University Students in Classroom Credit: ferrantraite/Getty Images

গুরুত্বপূর্ণ দিকগুলো
  • পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, অস্ট্রেলিয়ান ভিসার উদ্দেশ্যে ইংরেজি ভাষায় দক্ষতা নিরূপণের জন্য আর পরীক্ষা গ্রহণ করছে না টোফেল আই-বিটি।
  • ২৬ জুলাই, ২০২৩ ও তার পরবর্তী সময়ে এই উদ্দেশ্যে অংশ নেওয়া কোনো টেস্টের ফলাফল গৃহীত হবে না।
  • অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলো এবং অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠানগুলো তারপরও টোফেল আই-বিটি রেজাল্ট গ্রহণ করতে পারে বলে মনে করছেন একজন মাইগ্রেশন এজেন্ট।
বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে এবং সম্ভাব্য অভিবাসীদেরকে তাদের ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য প্রথমে তাদেরকে কোনো স্বীকৃত পরীক্ষায় অংশ নিতে হয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে: IELTS (International English Language Testing System), PET (Pearson Test of English), TOEFL (Test of English as a Foreign Language), OET (Occupational English Test) এবং CAE (Cambridge Advanced English).
Group Of Students Joking And Getting To Know Each Other
In many countries, international students and potential migrants are required to sit a recognised test of their English abilities. Credit: Pekic/Getty Images
তবে, ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইট অনুসারে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, অস্ট্রেলিয়ান ভিসার উদ্দেশ্যে আর পরীক্ষা গ্রহণ করছে না অন্যতম জনপ্রিয় টেস্ট টোফেল আই-বিটি। এটি ইন্টারনেট-ভিত্তিক একটি টেস্ট।

ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স-এর একজন মুখপাত্র এসবিএস সিংহালা-কে একটি বিবৃতির মাধ্যমে জানান,

“টোফেল আই-বিটি পরিচালিত হয় ইটিএস (Educational Testing Service) এর মাধ্যমে। এই টেস্টের ক্ষেত্রে তারা যে পরিবর্তন আনছে তা অস্ট্রেলিয়ান ভিসা ও মাইগ্রেশনের উদ্দেশ্যে অনুমোদিত ভার্সনের চেয়ে ভিন্ন রকম।”

“২৬ জুলাই, ২০২৩ থেকে ইটিএস সিদ্ধান্ত নিয়েছে তারা শুধুমাত্র টোফেল আই-বিটির আপডেটেড ভার্সন অফার করবে। আর, অস্ট্রেলিয়ান ভিসা ও মাইগ্রেশনের উদ্দেশ্যে অনুমোদিত টোফেল আই-বিটির ভার্সনটি আর অফার করবে না।”
২৬ জুলাই, ২০২৩ থেকে ইটিএস সিদ্ধান্ত নিয়েছে তারা শুধুমাত্র টোফেল আই-বিটির আপডেটেড ভার্সন অফার করবে। আর, অস্ট্রেলিয়ান ভিসা ও মাইগ্রেশনের উদ্দেশ্যে অনুমোদিত টোফেল আই-বিটির ভার্সনটি আর অফার করবে না।
ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স-এর মুখপাত্র

কারা টোফেল টেস্টে অংশ নেন?

প্রতিবছর বিশ্বজুড়ে ৫০ মিলিয়নের বেশি লোক টোফেল টেস্টে অংশ নিয়ে থাকে। টোফেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, সাধারণত বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছুক এবং বৃত্তির জন্য আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীরা, দক্ষ কর্মীরা যারা ভিসার জন্য আবেদন করে থাকেন এবং ইংরেজি ভাষার শিক্ষার্থীরা তাদের অগ্রগতি নিরূপণের জন্য এতে অংশ নিয়ে থাকেন।

টোফেল-এর ওয়েবসাইটটিতে আরও বলা হয়েছে যে, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের ১৬০টি দেশের ১২,০০০ এরও বেশি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানে এই টেস্টটির গ্রহণযোগ্যতা রয়েছে।
Students taking test in class
Students taking a test in class. Credit: Ariel Skelley/Getty Images

টোফেল কী এবং কারা এটি পরিচালনা করে?

Test of English as a Foreign Language-কে সংক্ষেপে TOEFL বলা হয়। অন্যান্য ইংরেজি পরীক্ষার মতোই এই টেস্টটিতে চারটি কমপোনেন্ট বা অংশ রয়েছে: লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং।

টোফেলের দু’টি সংস্করণ রয়েছে:

  • ইন্টারনেট বেসড টোফেল (TOEFL iBT): এতে সবগুলো অংশ সম্পন্ন করতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে।
  • টোফেল এসেনশিয়ালস টেস্ট: এতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। এতে আরও রয়েছে পাঁচ মিনিটের একটি পার্সোনাল ভিডিও স্টেটমেন্ট, যেটাতে দু’টি প্রশ্ন থাকে তবে এগুলোর স্কোর টেস্টে অন্তর্ভুক্ত করা হয় না।
টোফেল পরিচালনা করে এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ETS)। এটি একটি আমেরিকা-ভিত্তিক বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান।

টোফেলের এই দু’টি সংস্করণ তুলনা করে, অ্যাডেলেইড-ভিত্তিক মাইগ্রেশন এজেন্ট দিশানী দিউনুগালাগি এসবিএস সিংহালা-কে বলেন, টোফেল আই-বিটি ভার্সন, যা কিনা একটি অনলাইন টেস্ট, এটা সম্পন্ন করতে অধিকতর সময় লাগে।

টোফেল ওয়েবসাইট অনুসারে, পরীক্ষার সময় কমানোর উদ্দেশ্যে ইটিএস সিদ্ধান্ত নিয়েছে যে, তারা এই অনলাইন টেস্ট ভার্সনটির পর্যালোচনা করবে।

টোফেল আই-বিটি ভার্সনে কী কী পরিবর্তন আনা হচ্ছে?

এই সংস্করণটির উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটি নিবন্ধনের ক্ষেত্রে এবং এই টেস্টের নির্দেশনাগুলো প্রদানের ক্ষেত্রে পরিবর্তন আনা হবে।

মিজ দিউনুগালাগির মতে, রিডিং কমপোনেন্টটি ছোট করা হবে। বিদ্যমান ব্যবস্থায়, রিডিং কমপোনেন্টটি সম্পন্ন করতে ৫৪-৭২ মিনিট সময় লাগে এবং রিডিং প্যাসেজও এর অন্তর্ভুক্ত; যেখানে ৩০-৪০টা প্রশ্ন থাকে। এছাড়া, রাইটিং কমপোনেন্টেও পরিবর্তন আনা হচ্ছে।

বিদ্যমান রাইটিং সেকশনে ৫০ মিনিট সময় পাওয়া যায় এবং দু’টি টাস্ক সম্পন্ন করতে হয়।
Deshani Diunugalage_ Migration agent_  Adelaide_ South Australia. jpg
Deshani Dinugalage is a migration agent based in South Australia. Credit: Supplied
অধিকন্তু, টেস্টের বিভিন্ন অংশের মাঝে প্রদত্ত বিরতির সময়ও বাদ দেওয়া হবে।

আপনি যদি ইতোমধ্যে টোফেল আই-বিটি টেস্ট দিয়ে থাকেন তাহলে কী হবে? এর স্কোর কি এখনও বৈধ ও কার্যকর বলে বিবেচিত হবে?

মিজ দিউনুগালাগি বলেন,

“আপনি যদি অনলাইন একজাম দিয়ে থাকেন, যা কিনা টোফেল আই-বিটি, ২৬ জুলাইয়ের পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, আপনার রেজাল্ট আর ভিসার জন্য বিবেচনা করবে না অস্ট্রেলিয়ান (ডিপার্টমেন্ট অব) হোম অ্যাফেয়ার্স।”

তবে, তিনি ব্যাখ্যা করেন যে, বিশ্ববিদ্যালয়গুলো এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তিচ্ছুক আবেদনকারীদের টোফেল আই-বিটি রেজাল্ট গ্রহণ করতে পারে, যারা এমনকি ২৬ জুলাইয়ের পরও এতে অংশ নিয়েছে।

ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স-এর ইংলিশ রিকয়ারমেন্টের ক্ষেত্রেই শুধু সেই সিদ্ধান্তটির প্রভাব পড়বে।

The DHA is currently managing a Request for Expression of Interest process for the selection of English language tests for Australian visas.

For more details, visit the Department of Home Affairs.

———————————————————————————————————————

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।

Share

Published

By Dinesha Dilrukshi Wijesuriya
Presented by Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand