র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা র্যাট-এর মাধ্যমে ঘরে বসেই কোভিড-১৯ পরীক্ষা করা যায়।
কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কিংবা সংক্রামিত ব্যক্তির সাহচর্যে এলে র্যাট টেস্ট করতে উৎসাহিত করা হচ্ছে অস্ট্রেলিয়ার স্টেটগুলোতে।
র্যাট টেস্টের রেজাল্ট পজেটিভ হলে স্টেট-পরিচালিত পিসিআর ক্লিনিকগুলোতে গিয়ে আবারও টেস্ট করানোর পরিবর্তে এই রেজাল্ট হেলথ সার্ভিসেস-এ জানাতে হবে। তবে, যদি বলা হয়, তখন পিসিআর টেস্ট করাতে হবে।
যথাযথ ও সঠিকভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য নিম্নোক্ত নির্দেশিকা অনুসরণ করুন:
প্রথম ধাপ: নমুনা (স্যাম্পল) নিন

দ্বিতীয় ধাপ: নমুনার নির্যাস সংগ্রহ করুন

তৃতীয় ধাপ: নমুনা পরীক্ষণ

চতুর্থ ধাপ: ফলাফল দেখুন

আপনি যদি কোভিড-১৯ পজেটিভ হন, তাহলে বেশিরভাগ স্টেট ও টেরিটোরিতে বিদ্যমান নিয়ম অনুসারে, আপনাকে এই রেজাল্ট আপনার এলাকার হেলথ ডিপার্টমেন্টকে জানাতে হবে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
বেশ কয়েকটি স্টেট র্যাট রেজিস্ট্রেশন ফর্ম সেটআপ করেছে।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
আপনার স্টেট কিংবা টেরিটোরিতে আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সে সম্পর্কে জানতে দেখুন:
আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তথ্য
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
