৩২ টি দেশের দুই শতাধিক বিজ্ঞানী বলছেন, করোনাভাইরাস বায়ু পরিবাহী: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি পরামর্শ সংশোধনের আহ্বান

বায়ুর মাধ্যমে কীভাবে করোনাভাইরাস পরিবাহিত হয় সে বিষয়ে পরামর্শ হালনাগাদ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন একদল বিজ্ঞানী।

Coronavirus structure

Source: Getty

নতুন করোনাভাইরাস বায়ুতে ক্ষুদ্র কণার মাধ্যমে পরিবাহিত হয়ে মানুষের মাঝে সংক্রামিত হওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন ৩২ টি দেশের দুই শতাধিক বিজ্ঞানী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিকমেন্ডেশেন বা পরামর্শগুলো সংশোধনের জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলেছে, করোনাভাইরাস রোগটি প্রাথমিকভাবে ব্যক্তি থেকে ব্যক্তিতে নাক কিংবা মুখ থেকে ছোট ছোট ড্রপলেট বা ক্ষুদ্র কণার মাধ্যমে ছড়ায়। কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি-কাশি দেন কিংবা কথা বলেন তখন এসব ড্রপলেট নির্গত হয়।

নিউ ইয়র্ক টাইমস বলছে, সংস্থাটির প্রতি একটি খোলা চিঠিতে ৩২ টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী তাদের দাবির সপক্ষে প্রমাণ উল্লেখ করেন যে, ক্ষুদ্র কণা থেকে মানুষ সংক্রামিত হতে পারে। আগামী সপ্তাহে একটি বিজ্ঞান-বিষয়ক সাময়িকীতে এই চিঠিটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে WHO এর কাছে মন্তব্য চাওয়া হলে তারা তাৎক্ষনিকভাবে এতে সাড়া দেয় নি।

A man sneezes into a tissue.
A man sneezes into a tissue. Source: Getty

নিউ ইয়র্ক টাইমস অনুসারে, বিজ্ঞানীরা বলছেন, হাঁচির পরে বাতাসে বড় ড্রপলেটের মাধ্যমে কিংবা অনেক ছোট ড্রপলেটের মাধ্যমে করোনাভাইরাস বায়ুতে পরিবাহিত হয়। এসব ড্রপলেট ঘরের মধ্যে উড়ে বেড়ায়। মানুষ যখন শ্বাস গ্রহণ করে তখন তা সংক্রমণ ঘটায়।

তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বায়ুর মাধ্যমে এই ভাইরাসটি পরিবাহিত হওয়ার যেসব প্রমাণ দেওয়া হয়েছে, সেগুলো সন্তোষজনক নয়।

WHO এর ইনফেকশন অ্যান্ড কন্ট্রোল-এর টেকনিক্যাল লিড ড. বেনেডেটা অ্যাশগ্রাঞ্জি-কে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস-এ বলা হয়েছে,

“বিশেষত, গত দুই মাসে আমরা বেশ কয়েকবার বলেছি যে, আমরা মনে করি বায়ুর মাধ্যমে পরিবাহিত হয়ে সংক্রমণ ঘটা সম্ভবপর। তবে, তা নিরেট কিংবা পরিষ্কার প্রমাণসহ সুনিশ্চিতভাবে সমর্থিত নয়।”

অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন

অস্ট্রেলিয়া জুড়ে করোনাভাইরাস পরীক্ষা এখন ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

আপনার মোবাইল ফোনের অ্যাপ স্টোর থেকে ফেডারাল সরকারের করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ COVIDSafe ডাউনলোড করা যাবে।

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

অস্ট্রেলিয়ার বৈচিত্রময় সম্প্রদায়গুলোকে কোভিড-১৯ এর সর্বশেষ অবস্থা জানাতে এসবিএস দৃঢ়প্রতীজ্ঞ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: sbs.com.au/coronavirus.

বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

https://www.sbs.com.au/language/bangla/coronavirus-updates

অস্ট্রেলিয়ার এবং বাকি বিশ্বের করোনাভাইরাস (কোভিড-১৯) এর হাল নাগাদ খবর

Follow SBS Bangla on FACEBOOK.


Share

3 min read

Published

Presented by Sikder Taher Ahmad

Source: Reuters, SBS




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now