সিডনিতে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদ্‌যাপিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় বিবিধ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গত ২৬ এপ্রিল ২০২৩ সিডনিতে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

IMG-20230426-WA0013.jpg

The 52nd anniversary of Great Independence and National Day of Bangladesh was celebrated in Sydney with due dignity and fervour marked by a series of dignified events commencing on March 26. A grand diplomatic reception was hosted by the Consulate General of Bangladesh in Sydney at the prestigious Four Seasons Hotel in Sydney to commemorate the Great Independence and National Day of Bangladesh. Credit: Consulate General of Bangladesh, Sydney

গত ২৬শে মার্চ প্রত্যুষে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে বাংলাদেশ হাউজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ -এর কর্মসূচির সূচনা করা হয়।

এসময় কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ এপ্রিল ২০২৩ সিডনির ফোর সিজন’স হোটেলে একটি কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে নির্বাচন চলমান থাকায় ২৬শে মার্চের পরিবর্তে ২৬শে এপ্রিল জাতীয় দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সংসদের নবনির্বাচিত লেবার সরকারের উচ্চকক্ষের দলনেতা ও জ্বালানী, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পেনি শার্প এমএলসি।

IMG-20230426-WA0011.jpg
The reception was graced by Penny Sharpe MLC, Minister for Climate Change, Energy, Environment, Heritage, and Leader of the Government in the Legislative Council of New South Wales State Parliament, who attended as the guest of honour. Credit: Consulate General of Bangladesh, Sydney.

এছাড়াও, সরকারের মন্ত্রীপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প সম্পর্ক, কর্ম স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সোফি কটসিস এমপি, গ্রাহক পরিষেবা ও ডিজিটাল সরকার বিষয়ক মন্ত্রী জিহাদ দিব এমপি, বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্টিফেন কেমপার এমপি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধী দল লিবারেল পার্টির নেতৃবৃন্দ, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সিডনিতে নিযুক্ত বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও কূটনীতিকগণ, স্থানীয় সরকারের মেয়র ও কাউন্সেলরগণ, নেতৃস্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, গবেষক, সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

কনসাল জেনারেল তার স্বাগত বক্তব্যের মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরেরে লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে।

তিনি অস্ট্রেলিয়ার অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনসহ সকল ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড-এ বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন।

এরপর, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম পরিচায়ক সরোদের এক মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রেস বিজ্ঞপ্তি


Share

2 min read

Published

By Sikder Taher Ahmad

Source: SBS



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand