তারুণ্যের শক্তি দিয়ে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

ক্যানবেরার মানুকা ওভাল ভারতীয় দলের জন্য এ পর্যন্ত সৌভাগ্য বয়ে এনেছে । অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে মানুকা ওভালেই জয় পেয়েছিল ভারত । আর এই মাঠেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম জয় পেলো ভারত। টি- টোয়েন্টি সিরিজের শুরুটা জয় দিয়েছে করেছে বিরাট কোহলির দল। শুক্রবার স্বাগতিকদের ১১ রানে হারায় ভারত।

Virat Kohli of India during the second T20 cricket match between Australia and India at the SCG, Sydney, Sunday, December 6, 2020.

Virat Kohli of India during the second T20 cricket match between Australia and India at the SCG, Sydney, Sunday, December 6, 2020. Source: AAP Image/Dean Lewins

১৬২ রানের লক্ষ্যে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ডি আর্চি শর্ট করেন ৩৪ রান।২৫ রানে ৩ উইকেট নেন ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।অভিষিক্ত নটরাজন ৩০ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।মূলত ইয়ুজবেন্দ্র চাহালের ঘূর্ণি আর নটরাজনের গতির সামনে পেরে উঠলো না স্বাগতিক অস্ট্রেলিয়া।

ইয়ুজবেন্দ্র চাহাল অনেক তরুণ,তবে ইতিমধ্যে অনেকটাই অভিজ্ঞ হয়ে উঠেছেন ।অন্যদিকে নটরাজন,একেবারেই এ ধরণের আন্তর্জাতিক আসরের অভিজ্ঞতা নেই।আইপিএলে ভালো পেরমোনাসে দেখিয়ে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে। আর এই সুযোগ পেয়ে নিজেকে বেশ ভালোভাবেই তুলে ধরেছেন এই তরুণ মিডিয়াম পেসার।

১১ রানের জয় নিয়ে টি-টোয়েন্টি সিরিজে সূচনা করলো সফরকারী ভারত।ইয়ুজবেন্দ্র চাহাল আর টি নটরাজন- দু’জনই নিয়েছেন ৩টি করে উইকেট। একটি নিয়েছেন রাহুল চাহার।টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজের শুরুতে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ।

ব্যাট হাতে প্রথম দিকে অজি বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা।টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ১ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান শিখর ধাওয়ান। ৯ বলে ৯ রান করে বোলার মিচেল সুইপসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট কোহলিও। স্যামসন চেষ্টা করেন লোকেশ রাহুলের সঙ্গে একটা জুটি গড়ার। কিন্তু তিনিও ১৫ বলে ২৩ রান করে ফিরে যান প্যাভিলিয়নে।

মানিশ পান্ডে ৮ বলে করেন মাত্র ২ রান। হার্দিক পান্ডিয়া ১৫ বলে ১৬ রান করে আউট হয়ে যান। এরই ফাঁকে ধীরে-সুস্থে খেলে হাফ সেঞ্চুরি পূরণ করেন লোকেশ রাহুল। ৪০ বলে তিনি ৫১ রান করে আউট হয়ে যান।শেষ দিকে রবিন্দ্র জাদেজা একটু দাঁড়ানোর কারণে ভারতের রান দেড় ’শ পার হয়। ২৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা। ৫ বলে ৭ রান করেন ওয়াশিংটন সুন্দর। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে ভারত।১৬২ রানের লক্ষ্যে নেমে ৭ উইকেটে ১৫০ রানে থামে অস্ট্রেলিয়া।

প্রাথমিক একাদশে জায়গা পাননি যুজবেন্দ্র চেহেল।ম্যাচের অর্ধেক পর্যন্তও তিনি ছিলেনসাইড লাইন । কিন্তু ব্যাটিংয়ের সময় রবীন্দ্র জাদেজার হেলমেটে বল লাগায় সুযোগ এলো চেহেলের।কনকাশন বদলি হিসেবে মাঠে নেমে এই লেগ স্পিনার হয়ে গেলেন ভারতের জয়ের নায়ক!দারুণ বোলিংয়ে এই চেহেলের শিকার গুরুত্বপূর্ণ তিন উইকেট।

ভারত: ২০ ওভারে ১৬১/৭ (রাহুল ৫১, ধাওয়ান ১, কোহলি ৯, স্যামসন ২৩, মনিশ ২, পান্ডিয়া ১৬, জাদেজা ৪৪*, সুন্দর ৭, চাহার ০*; স্টার্ক ৪-০-৩৪-২, হেইজেলউড ৪-০-৩৯-০, জ্যাম্পা ৪-০-২০-১, অ্যাবট ২-০-২৩-০, সোয়েপসন ২-০-২১-১, হেনরিকেস ৪-০-২২-৩)।

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৫০/৭ (শর্ট ৩৪, ফিঞ্চ ৩৫, স্মিথ ১২, ম্যাক্সওয়েল ২, হেনরিকেস ৩০, ওয়েড ৭, অ্যাবট ১২*, স্টার্ক ০, সোয়েপসন ১২*; চাহার ৪-০-২৯-১, সুন্দর ৪-০-১৬-০, শামি ৪-০-৪৬-০, নাটরাজন ৪-০-৩০-৩, চেহেল ৪-০-২৫-৩)।

ফল: ভারত ১১ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: যুজবেন্দ্র চেহেল।


Share

Published

Updated

By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand