পজিটিভ অমিত শাহ ,নেগেটিভ অমিতাভ বচ্চন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত।নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন তিনি। প্রাথমিক উপসর্গ থাকায় করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন অমিত শাহ। সেখানেই পজেটিভ এসেছে রিপোর্ট। টুইট করে তিনি লিখেছেন,প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজেটিভ এসেছে।এর মধ্যে করোনাকে জয় করেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।রবিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

  India's Interior Minister Amit Shah

India's Home Minister Amit Shah Source: AP

Indian Interior Minister Amit Shah is a close aide of Prime Minister Narendra Modi.
Indian Interior Minister Amit Shah is a close aide of Prime Minister Narendra Modi. Source: AP
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শারীরিক অবস্থা ভাল আছে, তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।সেই সঙ্গে অনুরোধ জানিয়েছেন এরমধ্যে যাঁরা গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।গুরুগ্রামের মেদান্ত সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অমিত শাহকে।

রবিবার দুপুরে টুইট করে নিজেই খবর জানিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। দিল্লিকে করোনামুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। দিন কয়েক ধরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি কোভিড পরীক্ষা করান। রবিবার দুপুরে তাঁর পরীক্ষার রিপোর্ট আসে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে গত দিনগুলিতে অত্যন্ত সক্রিয় ভাবে একাধিক জায়গায় দেখা মিলেছে।স্বাভাবিক ভাবেই তাঁর সংস্পর্শে এসেছেন একাধিক মানুষ-সহ বিভিন্ন নেতা, মন্ত্রীরা।সকলকেই আইসোলেশনে থাকতে আর্জি জানিয়েছেন অমিত শাহ। বিভিন্ন ভার্চুয়াল জনসভায়ও বক্তব্য রেখেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী।

সেই মঞ্চেই উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা।তাঁদেরকে ঘিরে চিন্তা বাড়ছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি সংস্পর্শে এসেছেন কিনা এ নিয়েও জল্পনা তুঙ্গে।সামনেই রাম মন্দিরের ভূমি পূজা। তাঁর উপর কি এর কোনও প্রভাব পড়বে সে প্রশ্নও উঠছে। উল্লেখ্য,দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উল্লেখ্যযোগ্য ভূমিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি দিল্লি সরকারের বিভিন্ন আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

অন্যদিকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারে কারিগরি দফতরের মন্ত্রী কমলরানির কোভিড-রিপোর্ট পজিটিভ এসেছিল ১৪ দিন আগে।চিকিৎসাও শুরু হয়েছিল লখনউয়ের এক হাসপাতালে।লড়াইয়ে অবশেষে হার মানলেন ক্যাবিনেটমন্ত্রী কমলরানি বরুণ।রবিবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।বয়স হয়েছিল ৬২। খবর, ১৮ জুলাই লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সায়েন্সেস ইনস্টিটিউট (এসজিপিজিআই)-এ ভর্তি করানো হয়েছিল কমলরানিকে।

ওই দিনই তাঁর কোভিড-রিপোর্ট পজিটিভ এসেছিল।এসজিপিজিআই-এর ডিরেক্টর রাধাকৃষ্ণ ধীমান জানিয়েছেন ,ফুসফুসে সংক্রমণের জন্য মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে জীবনদায়ী ব্যবস্থার মধ্যে রাখা হয়েছিল। যাবতীয় চেষ্টা সত্ত্বেও রবিবার তাঁর মৃত্যু হয়।কানপুরের ঘটমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলরানি রাজনীতির পাশাপাশি সমাজসেবাতেও নিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবর শুনে পূর্বনির্ধারিত কর্মসূচিও বাতিল করেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।আগামী ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে অযোধ্যায় যাওয়ার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

এর মধ্যে করোনাকে জয় করেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।রবিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।অমিতাভের ছেলে অভিনেতা অভিষেক বচ্চন ট্যুইটারে এই খবর শেয়ার করেছেন।অমিতাভের শেষ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ এসেছে।যদিও কোমর্বিডিটির কারণে হাসপাতালে থাকছেন অভিষেক বচ্চন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতের রাজ্য,তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজভবনে পরপর করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, গত ৭ দিন ধরে তিনি নিজেই নিজেকে কোয়ারানটিনে রেখেছিলেন। গত সপ্তাহে তামিলনাড়ুর রাজভবনের ৮৪ জন কর্মীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে।তাঁদের মধ্যে ছিলেন রাজভবনের দমকল ও নিরাপত্তা বিভাগের কর্মীরাও।

আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে ২৯ জুলাই থেকে নিজেকে কোয়ারানটিনে রেখেছিলেন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত।গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক পরীক্ষা- নিরীক্ষা চলেছে। তবে তাঁর সাম্প্রতিক করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর চেন্নাইয়ের আলওয়ারপেটে কাবেরী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।এর মধ্যে ২৩ জুলাই রাজভবনের ৮৪ জন কর্মী কোভিড ১৯-এ সংক্রমিত হন। তার ৬ দিন পর ২৯ জুলাই আরও তিনজনের শরীরে মেলে ভাইরাস।


Share

Published

By Partha Mukhapadhdhaya
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
পজিটিভ অমিত শাহ ,নেগেটিভ অমিতাভ বচ্চন | SBS Bangla