ডেনমার্কের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো অস্ট্রেলিয়া
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ও ডেনমার্কের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের শুরুতেই ডেনমার্ককে এগিয়ে দিয়েছিলেন এরিকসন। সাত মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার জালে বল জড়ান তিনি। ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান জেদিনাক। নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। ডেনমার্ককে রুখে দিয়ে এবারের আসরে প্রথম পয়েন্ট পেল তারা।