খেলার প্রথমার্ধেই হ্যারি কেইন আর জন স্টোনসের জোড়া গোলে ৫-০ গোলে এগিয়ে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে রবেনের কাছ থেকে বল পেয়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হ্যারিকেইন। এটি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৭৮ মিনিচে এলিভিয়ার ফ্রিকিক থেকে সান্তনাসূচক গোল করেন ফেলিপে বোলায়।
England captain Harry Kane claimed the match ball for his hat-trick against Panama Source: AAP