Breaking

আলবানিজি দ্বিতীয় মেয়াদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত, লেবারের সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন নিশ্চিত

অস্ট্রেলিয়ার ২০২৫ সালের ফেডারেল নির্বাচনে অ্যান্থনি আলবানিজি বিজয়ী হয়েছেন, এবং লেবার পার্টি আরও বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে।

ELECTION25 ANTHONY ALBANESE CAMPAIGN

Australian Prime Minister Anthony Albanese, Partner Jodie Haydon and son Nathan acknowledge the crowd at the Labor Election Night function at Canterbury-Hurlstone Park RSL Club. Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

এবারের নির্বাচনে পার্লামেন্টে আরও বেশি আসন নিশ্চিত করেছেন আলবানিজি, আর বিরোধীদলীয় নেতা পিটার ডাটন হারিয়েছেন তার কুইন্সল্যান্ডের আসন।

সিডনিতে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আলবানিজি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করাটা তার জীবনের সবচেয়ে বড় সম্মান।

“গভীর বিনয় এবং দায়িত্ববোধ নিয়ে আজ রাতে প্রথমেই আমি অস্ট্রেলিয়ার জনগণকে ধন্যবাদ জানাতে চাই — বিশ্বের সেরা দেশটির সেবা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য,” তিনি বলেন।

“আজ, অস্ট্রেলিয়ার মানুষ তাদের মূল্যের পক্ষে ভোট দিয়েছেন — ন্যায্যতা, আকাঙ্ক্ষা এবং সবার জন্য সুযোগের পক্ষে।

“এই মূল্যবোধকে ধারণ করে, একতাবদ্ধ ভবিষ্যতের জন্য তারা ভোট দিয়েছেন।”
কয়েকটি ষ্টেটে সরকারের পক্ষে বড় মাত্রার ভোট প্রবাহের ফলে লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

লেবারের বড় জয়ের মধ্যে অন্যতম ছিল পিটার ডাটনের কুইন্সল্যান্ডের ডিকসন আসন।

তিনি লেবারের আলি ফ্রান্সের কাছে পরাজিত হন — যা অস্ট্রেলিয়ার ইতিহাসে বিরোধীদলীয় নেতার আসন হারানোর প্রথম ঘটনা।
Australia Election
Australian Liberal Party leader Peter Dutton, third left, stands with his family as he makes his concession speech following the general election in Brisbane. Source: AP / Pat Hoelscher/AP
পিটার ডাটন জোটের পরাজয়ের পূর্ণ দায়িত্ব স্বীকার করেছেন।

“এই প্রচারণায় আমরা যথেষ্ট ভালো করতে পারিনি — আজ রাতেই সেটা স্পষ্ট,” তিনি বলেন।

“আমি সবসময় দেশের এবং প্রতিটি অস্ট্রেলিয়ানের মঙ্গলের জন্য কাজ করতে চেয়েছি।

“এটি লেবার পার্টির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, এবং আমরা তা স্বীকার করি।

আলবানিজি তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যেসব উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে, প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্য মাত্র ৫ শতাংশ ডাউন পেমেন্টে সম্পত্তি কেনার সুযোগ, ১০ বিলিয়ন ডলার ব্যয়ে ১ লক্ষ নতুন বাড়ি নির্মাণ, ৮.৫ বিলিয়ন ডলার ব্যয়ে ডাক্তার ভিজিটের জন্য বছরে অতিরিক্ত ১ কোটি ৮০ লক্ষ মেডিকেয়ার ভর্তুকি।

এছাড়া, ২.৩ বিলিয়ন ডলার ব্যয়ে সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য ঘরোয়া ব্যাটারির ভর্তুকি প্রদান, এবং সুপারমার্কেটের অতিমূল্য নির্ধারণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো 
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস






Share

Published

Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand