দুই গোলে পিছিয়ে পড়েও জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটি দিনের অপর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে শেষ আটে ওঠে। পুরো ম্যাচ জুড়ে ছিল টান টান উত্তেজনা। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধেই ছিল প্রবল আক্রমণ ও প্রতি-আক্রমণ।
Belgium celebrate Nacer Chadli's winning goal against Japan. Source: Getty Images Europe