বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে:
সুইডেনের বিপক্ষে ২-১ গোলে জিতলো জার্মানি
ইনজুরি টাইমের গোলে ম্যাচ জিতলো জার্মানি। মেক্সিকোর বিপক্ষে হার দিয়ে শুরু করা জার্মানি এখন দক্ষিণ কোরিয়াকে হারালেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে দ্বিতীয় পর্ব। খেলার ৩২ মিনিটে ওলা তোইভোনেনের গোলে এগিয়ে যায় সুইডেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে মার্কো রেউস গোল করে জার্মানিকে সমতায় ফেরান। খেলার ৮২ মিনিটে দশ জনের দলে পরিণত হয় জার্মানি। পেছন থেকে অবৈধ ট্যাকলের জেরে জার্মান ডিফেন্ডার জেরোমে বোয়েটাংকে লাল কার্ড দিয়ে বের করে দেন রেফারি। অতিরিক্ত সময়ে পাওয়া এক ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করেন টনি ক্রস।

Germany coach Joachim Low, right, celebrates with goalscorer Toni Kroos Source: AAP
Share
Published
Presented by Sikder Taher Ahmad
Source: Omnisport
Share this with family and friends